ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার তীব্র বিরোধিতা করলেন আফ্রিকার নেতারা
https://parstoday.ir/bn/news/event-i147106-ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_স্বাভাবিক_করার_তীব্র_বিরোধিতা_করলেন_আফ্রিকার_নেতারা
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যেকোনো প্রচেষ্টা বন্ধ করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন বা এইউ। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১৫:০০ Asia/Dhaka
  • ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার তীব্র বিরোধিতা করলেন আফ্রিকার নেতারা

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যেকোনো প্রচেষ্টা বন্ধ করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন বা এইউ। 

সংস্থাটি গাজা উপত্যকা ও পশ্চিম তীরে দখলদার ইসরাইলি সেনাদের পাশবিকতার তীব্র নিন্দা জানিয়ে আরো বলেছে, আন্তর্জাতিক আদালতে ইসরাইলি কর্মকর্তাদের বিচার করতে হবে।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এইউ’র দু’দিনব্যাপী ৩৮তম বার্ষিক শীর্ষ সম্মেলন শেষে রোববার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। আফ্রিকার শীর্ষ নেতারা বলেন, ইসরাইল বেসামরিক ফিলিস্তিনি নাগরিক ও তাদের অবকাঠামোর ওপর হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

বিবৃতিতে বলা হয়, যতদিন ফিলিস্তিনি জনগণের ওপর দখলদার সেনাদের আগ্রসান বন্ধ না হয় ততদিন বিশ্বের কোনো দেশ যেন তাল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও কোনোরকম সহযোগিতা না করে।

আফ্রিকান নেতারা ইসরাইলি কারাগারে আটক সকল ফিলিস্তিনি বন্দি বিশেষ করে নারী ও শিশুদের মুক্তি দেয়ার আহ্বান জানান। তারা গাজা থেকে ফিলিস্তিনি জনগণকে বিতাড়িত করার মার্কিন পরিকল্পনারও কঠোর বিরোধিতা করে বলেন, নিজ আবাসভূমি থেকে একটি জনগোষ্ঠীকে বিতাড়িত করা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। #

 পার্সটুডে/এমএমআই/জিএআর/১৭