ইসরাইলি ৬ বন্দিকে ছেড়ে দিল হামাস, মুক্তি পাচ্ছেন ৬০২ ফিলিস্তিনি
https://parstoday.ir/bn/news/event-i147318-ইসরাইলি_৬_বন্দিকে_ছেড়ে_দিল_হামাস_মুক্তি_পাচ্ছেন_৬০২_ফিলিস্তিনি
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস আজ ছয় ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময়ের সপ্তম দফায় ওই ছয় ইসরাইলি বন্দীকে আন্তর্জাতিক রেড ক্রসের হস্তান্তর করা হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১৯:২৪ Asia/Dhaka
  • ইসরাইলি ৬ বন্দিকে ছেড়ে দিল হামাস, মুক্তি পাচ্ছেন ৬০২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস আজ ছয় ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময়ের সপ্তম দফায় ওই ছয় ইসরাইলি বন্দীকে আন্তর্জাতিক রেড ক্রসের হস্তান্তর করা হয়।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডস গাজার দুটি স্থানে বন্দি বিনিময়ের আয়োজন করেছে। প্রথমটি রাফায় এবং দ্বিতীয়টি মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে। রাফাহতে বন্দি বিনিময় অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল: "জুতা খুলে ফেলো, কারণ এই ভূমির প্রতিটি ইঞ্চি শহীদদের রক্তে রঞ্জিত।"

আজ মুক্তিপ্রাপ্ত ছয় ইসরাইলি বন্দির মধ্যে এলিয়া কোহেন (২৭), তাল শোহাম (৪০), ওমরশেম তোভ (২২) ও ওমর ওয়েনকার্টকে (২৩) ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে আল আকসা তুফান অভিযানের সময় আটক করা হয়। আর হিশাম আল-সায়েদ (৩৬) ও আভেরা মেঙ্গিস্তু (৩৯) প্রায় এক দশক আগে পৃথকভাবে গাজায় প্রবেশ করার পর হামাসের হাতে আটক হয়েছিলেন। ৬০২ জন ফিলিস্তিনি বন্দি মুক্তির বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।  

হামাসের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইল আজ যেসব বন্দিকে মুক্তি দেবে তাদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ৫০ জন, দীর্ঘ কারাদণ্ডপ্রাপ্ত ৬০ জন এবং দখলদার বাহিনী কর্তৃক গ্রেফতার হওয়া ৪৭ জন বন্দি রয়েছে। এছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবরের পরে অপহৃত গাজা উপত্যকার ৪৪৫ জন বন্দিকেও মুক্তি দেওয়া হবে।

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর ও বন্দীবিনিময় শুরু হয়। এর পর থেকে আজ নিয়ে সাতবার বন্দী বিনিময় হয়েছে।# 

পার্সটুডে/এমএআর/২২