ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতি
ইহুদিবাদী ইসরাইলের সামরিক হুমকির তীব্র নিন্দা জানাল ইরান
ইহুদিবাদী ইসরাইলের ইরানবিরোধী হামলার হুমকি এবং ইরানের সামরিক সক্ষমতার ব্যাপারে পশ্চিমা দেশগুলোর সমালোচনাকে ‘জঘন্য ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইহুদিবাদী কর্মকর্তারা যখন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিচ্ছে, তখন পশ্চিমা দেশগুলো যথারীতি তেহরানকে সামরিক সক্ষমতা শক্তিশালী করার জন্য অভিযুক্ত করছে।
তিনি বলেন, পশ্চিম এশিয়া অঞ্চল এমন একটি দখলদার সরকারের কারণে অস্থির হয়ে রয়েছে যেটি আগ্রাসন ও আইনবিরোধী কার্যকলাপে আসক্ত। কাজেই আত্মরক্ষা করার জন্য ইরানকে তার প্রতিরক্ষা সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী করতেই হবে।
এর আগে ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাইডিওন সার সম্প্রতি হুমকি দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি থামিয়ে দিতে সামরিক ব্যবস্থা নেয়া প্রয়োজন। এছাড়া, পশ্চিমা দেশগুলো বিগত বছরগুলোতে পরমাণু, ড্রোন, মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করার জন্য ইরানের সমালোচনা করে এসব কর্মসূচি বন্ধ করার আহ্বান জানিয়েছে।
ইরান শুরু থেকেই বলে এসেছে, দেশটি আত্মরক্ষা করার লক্ষ্যে নিজের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে; কোনো দেশের ওপর আগ্রাসন চালানোর জন্য নয়। #
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৮