হোয়াইট হাউজে প্রচণ্ড বিতণ্ডা: সংবাদ সম্মেলন না করেই বেরিয়ে গেলেন জেলেনস্কি
https://parstoday.ir/bn/news/event-i147540-হোয়াইট_হাউজে_প্রচণ্ড_বিতণ্ডা_সংবাদ_সম্মেলন_না_করেই_বেরিয়ে_গেলেন_জেলেনস্কি
হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জে.ডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রচণ্ড বাক-বিতণ্ডা হয়েছে।  প্রথা অনুযায়ী সংবাদ সম্মেলনে অংশগ্রহণ না করেই হোয়াইট হাউজ থেকে বেরিয়ে গেছেন জেলেনস্কি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০১, ২০২৫ ১০:২৯ Asia/Dhaka
  • ট্রাম্প (মাঝে) ও জেলেনস্কি (বামে)
    ট্রাম্প (মাঝে) ও জেলেনস্কি (বামে)

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জে.ডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রচণ্ড বাক-বিতণ্ডা হয়েছে।  প্রথা অনুযায়ী সংবাদ সম্মেলনে অংশগ্রহণ না করেই হোয়াইট হাউজ থেকে বেরিয়ে গেছেন জেলেনস্কি।

এ ঘটনায় ‘আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই’ প্রবাদ বাক্যটির সত্যতা আরেকবার প্রমাণিত হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সীমাহীন রসদ সরবরাহ পেয়ে আসছিল জেলেনস্কি সরকার। কিন্তু গতমাসে ট্রাম্প হোয়াইট হাউজের ক্ষমতা গ্রহণ করার পর সেই সরবরাহ বন্ধ করে দেয়ার পাশাপাশি উল্টো এতদিন যেসব সাহায্য করা হয়েছে তা সুদে-আসলে মিটিয়ে দেয়ার জন্য কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছেন। ঠিক এ পরিপ্রেক্ষিতে শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যান জেলেনস্কি।

সাক্ষাতে জেলেনস্কি কেন আমেরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না এই অভিযোগ তোলেন ট্রাম্প ও ভ্যান্স। তারা বলেন, যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার সঙ্গে ইউক্রেনের একটি শান্তি চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন জেলেনস্কি।

এ সময় জেলেনস্কিকে ট্রাম্প বলেন, “আপনি এই মুহূর্তে সঠিক কাজ করছেন না। আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন।” ট্রাম্প আরো বলেন, “আপনি কৃতজ্ঞ মানুষের মতো আচরণ করছেন না।” সাংবাদিকদের ক্যামেরার সামনে চলতে থাকা এই উত্তেজিত বাক্য বিনিময়ে সময় ভ্যান্স জেলেনস্কিকে প্রশ্ন করেন, “আপনি কি এখন পর্যন্ত একবারও আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছেন?”

বাকবিতণ্ডার এক পর্যায়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে হোয়াইট হাউজ থেকে হন হন করে বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজের সাম্প্রতিক ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা যেখানে স্বাগতিক প্রেসিডেন্ট একজন যুদ্ধকালীন অতিথি প্রেসিডেন্টকে এত তীব্র বাক্যবাণে জর্জরিত করলেন। ১০ মিনিটের এই উত্তপ্ত বাক্য বিনিময় ছিল যেকোনো স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থি ঘটনা।

সবশেষে মার্কিন প্রেসিডেন্ট জেলেনস্কিকে একথা বলেন যে, “আপনি যদি রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করেন তো ভালো, তা না হলে আমরা এর মধ্যে নেই।” তিনি আরো বলেন, “আমরা সমর্থন প্রত্যাহার করলে আপনাকে একাকী যুদ্ধ করতে হবে। আমার মনে হয় না সেটা কোনো ভালো কাজ হবে।”#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।