গাজায় আবার যুদ্ধ শুরু করলে ইসরাইলকে জ্বালিয়ে দেওয়া হবে: ইয়েমেনের আনসারুল্লাহ
(last modified Sat, 01 Mar 2025 07:55:27 GMT )
মার্চ ০১, ২০২৫ ১৩:৫৫ Asia/Dhaka
  • গাজায় আবার যুদ্ধ শুরু করলে ইসরাইলকে জ্বালিয়ে দেওয়া হবে: ইয়েমেনের আনসারুল্লাহ

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আব্দুল মালিক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরু হলে দখলদার ইসরাইলে আগুন জ্বলবে।

তিনি পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে এক ভাষণে ফিলিস্তিনি জাতি এবং প্রতিরোধকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনি জাতির অবিচল অবস্থানের উপর জোর দিয়েছেন। তিনি যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে পরামর্শ দেন। 

তিনি আরো বলেন, "ইহুদিবাদী ইসরাইল আবারও যুদ্ধের পথে এগোলে সমস্ত ইহুদিবাদী অঞ্চল আক্রমণের মুখে পড়বে এবং আমরা নানা উপায়ে ফিলিস্তিনি জনগণকে সমর্থন করব।"

গাজা উপত্যকা এবং লেবাননে যুদ্ধবিরতি মেনে চলতে শত্রুর ব্যর্থতার কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ এবং লেবাননের জনগণকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনের অবস্থানে কোনো পরিবর্তন আসে নি।

তিনি স্পষ্ট করে বলেন, "আমরা ফিলিস্তিন ও লেবাননে আমাদের মুজাহিদ ভাইদের আবারও বলছি যে, তোমরা একা নও, আল্লাহ তোমাদের সাথে আছেন এবং আমরা তোমাদের পাশে আছি। "

তিনি ইহুদিবাদী ইসরাইলকে অতীত ভুলের পুনরাবৃত্তি না করার পরামর্শ দেন।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।