মুসলিম বিশ্বের নেতাদের শুভেচ্ছা জানালেন ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/event-i147624-মুসলিম_বিশ্বের_নেতাদের_শুভেচ্ছা_জানালেন_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পবিত্র রমজান মাসের শুরুতে মুসলিম দেশগুলোর নেতাদের অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তাদের সম্মিলিত প্রচেষ্টা মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ০৩, ২০২৫ ১১:৪৭ Asia/Dhaka
  • মাসুদ পেজেশকিয়ান
    মাসুদ পেজেশকিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পবিত্র রমজান মাসের শুরুতে মুসলিম দেশগুলোর নেতাদের অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তাদের সম্মিলিত প্রচেষ্টা মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করবে।

পেজেশকিয়ান গতকাল (রোববার) রমজানের প্রথম দিনে এক শুভেচ্ছা বার্তায় এই মন্তব্য করেন।

তিনি বলেন, “এই পবিত্র মাসের রহমত ও বরকতে এবং মুসলিম দেশগুলোর নেতাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ এবং গাজা ও লেবাননের নির্যাতিত জনগণসহ ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ কমানোর বৃহত্তর প্রচেষ্টা দেখতে পাবো।

যখন ইরান এবং বিশ্বের অন্যান্য মুসলিম দেশ পবিত্র রমজান মাসের আগমন উদযাপন শুরু করেছে তখন ইরানের প্রেসিডেন্ট এসব কথা বললেন।
আরব বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাসের আগমন উদযাপন করছেন। 

সৌদি আরব এবং কয়েকটি আরব দেশ শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু করেছে তবে ইরান এবং মরক্কো সহ আরও কয়েকটি মুসলিম দেশ রোববারকে পবিত্র মাসের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে।

চাঁদ দেখার ওপর প্রধানত নির্ভর করে পবিত্র রমজান মাস শুরুর বিষয়টি নির্ধারণ করা হয়।# 

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩