ইরানকে পরমাণু কেন্দ্রের তথ্য দেয়ার অভিযোগে ইসরাইলি ইঞ্জিনিয়ার আটক
https://parstoday.ir/bn/news/event-i147664-ইরানকে_পরমাণু_কেন্দ্রের_তথ্য_দেয়ার_অভিযোগে_ইসরাইলি_ইঞ্জিনিয়ার_আটক
ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দখলদার ইসরাইলের দিমোনা পরমাণু কেন্দ্রের তথ্য সরবরাহ করার প্রস্তাব দেয়ার অভিযোগে ইসরাইলের একজন ইঞ্জিনিয়ারকে আটক করেছে ইহুদিবাদী কর্তৃপক্ষ। ইরানের গোয়েন্দাদের সাথে যোগাযোগ শুরু করার এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে প্রবেশের দাবি সহ সংবেদনশীল তথ্য বিক্রি করার প্রস্তাব দেয়ার অভিযোগে ওই ইসরাইলি ইঞ্জিনিয়ারকে অভিযুক্ত করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৪, ২০২৫ ১৩:৫৩ Asia/Dhaka
  • ইরানকে পরমাণু কেন্দ্রের তথ্য দেয়ার অভিযোগে ইসরাইলি ইঞ্জিনিয়ার আটক

ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দখলদার ইসরাইলের দিমোনা পরমাণু কেন্দ্রের তথ্য সরবরাহ করার প্রস্তাব দেয়ার অভিযোগে ইসরাইলের একজন ইঞ্জিনিয়ারকে আটক করেছে ইহুদিবাদী কর্তৃপক্ষ। ইরানের গোয়েন্দাদের সাথে যোগাযোগ শুরু করার এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে প্রবেশের দাবি সহ সংবেদনশীল তথ্য বিক্রি করার প্রস্তাব দেয়ার অভিযোগে ওই ইসরাইলি ইঞ্জিনিয়ারকে অভিযুক্ত করা হয়।

অধিকৃত ভূখণ্ডের বির শেবা শহরের বাসিন্দা এবং হাইফা কেমিক্যালস সাউথের প্রকৌশলী ডোরন বোকোবজাকে ২ মার্চ একজন বিদেশী এজেন্টের সাথে যোগাযোগ করার এবং ইরানে তথ্য পাচার করার অভিযোগে অভিযুক্ত করা হয়।

তদন্তকারীরা দাবি করেছেন যে, বোকোবজা কয়েক মাস ধরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইরানি গোয়েন্দাদের সাথে যোগাযোগ স্থাপন করেন।

গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়া পর্যন্ত তিনি তার ইরানি এজেন্টের জন্য বিভিন্ন কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।

নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রে এই ইঞ্জিনিয়ারের প্রবেশাধিকার আছে বলে তিনি দাবি করেন। ইসরাইলই কর্তৃপক্ষ বলছে, এই ইঞ্জিনিয়ার সম্পূর্ণ সচেতনভাবে এবং জেনেশুনে ইরানি পক্ষের সঙ্গে পরমাণু তথ্য দেয়ার ব্যাপারে যোগাযোগ করেছেন।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।