প্রধান বিচারপতিসহ বিচার বিভাগকে অসম্মান: স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব
https://parstoday.ir/bn/news/event-i147740-প্রধান_বিচারপতিসহ_বিচার_বিভাগকে_অসম্মান_স্বরাষ্ট্র_সচিবকে_হাইকোর্টে_তলব
রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিসহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করে ২ মার্চ জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছেন বাংলাদেশ হাইকোর্ট। একই সঙ্গে এই সার্কুলারের ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে ১৮ মার্চ হাইকোর্টে তলব করা হয়েছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ০৬, ২০২৫ ১৩:৪৯ Asia/Dhaka
  • নাসিমুল গনি
    নাসিমুল গনি

রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিসহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করে ২ মার্চ জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছেন বাংলাদেশ হাইকোর্ট। একই সঙ্গে এই সার্কুলারের ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে ১৮ মার্চ হাইকোর্টে তলব করা হয়েছে। 

আজ (বৃহস্পতিবার) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালত বলেন, সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। অথচ রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় সুপ্রিম কোর্টকে হেয় করা হয়েছে।

এর আগে গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকা আদালতের নজরে আনেন আইনজীবী শিশির মনির। 

তিনি আদালতকে বলেন, এই নির্দেশিকায় প্রধান বিচারপতিসহ সব বিচারপতিদের আন্ডারমাইন (অবমূল্যায়ন) করা হয়েছে। এই নির্দেশিকায় প্রধান বিচারপতিকে স্বরাষ্ট্র সচিব, রেঞ্জ ডিআইজির সমমর্যাদায় নিচে আনা হয়েছে। অথচ রাষ্ট্রীয় পদ মর্যাদাক্রমে প্রধান বিচারপতির স্থান অনেক ওপরে। শুনানি শেষে আদালত রুলসহ আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, গত ২ মার্চ বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা বিষয়ক প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের সিনিয়র স্বরাষ্ট্র সচিবের সঙ্গে রাখা হয়েছে। এছাড়া হাইকোর্টের বিচারপতিদের পুলিশের মহাপরিদর্শকের সমমানে রাখা হয়।#

পার্সটুডে/এমএআর/৬