হুমকির মুখে আলোচনায় বসব না, যা করতে পারো করো: ইরান
(last modified Wed, 12 Mar 2025 04:58:51 GMT )
মার্চ ১২, ২০২৫ ১০:৫৮ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম বিদ্বেষী আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ইউক্রেন নয় এবং এই দেশ হুমকি বা জবরদস্তির মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না।

তিনি গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে ‘ইরান উদ্যোক্তা ফোরাম’ আয়োজিত এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “বিশ্বের সঙ্গে আমাদেরকে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। আমরা কাউকে ভীত করা কিংবা কারো সঙ্গে ঝগড়া করতে চাই না। কিন্তু এর অর্থ এই নয় যে, আমরা কারো অপমানজনক আচরণের সামনে নতি স্বীকার করব।”

ইরানের প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, “আমরা সম্মান বজায় রাখতে গিয়ে মরতেও রাজি, কিন্তু কখনও অবমাননা মেনে নেব না।”

পেজেশকিয়ান ইউক্রেনের প্রেসিডেন্টের নাম উল্লেখ করে বলেন, ট্রাম্প হোয়াইট হাউজে ডেকে  ভলোদিমির জেলেনস্কিকে যেভাবে অপমান করেছেন সে দৃশ্য দেখলেও মানুষের লজ্জা লাগে।  

তিনি ইরানের উদ্দেশে লেখা ট্রাম্পের চিঠির প্রতি ইঙ্গিত করে বলেন, “একজন এসে আমাকে বলবে, তুই এটা কর, এটা কর, এভাবে কর, যদি না করিস তাহলে তোর বারোটা বাজিয়ে দেব।” এরপর তিনি বলেন, “আমি আসব না, তোর যা খুশি পারলে কর।”

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতাকে আলোচনার জন্য একটি চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেছেন। প্রেস টিভি জানিয়েছে, ওই চিঠিতে ট্রাম্প তেহরানকে তার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার আহ্বান জানানোর পাশাপাশি আরো কিছু আবদার তুলে ধরেছেন। এর বিনিময়ে তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার আবদার মেনে না নিলে সামরিক হামলারও হুমকি দিয়েছেন। #

 পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।