দামেস্কের উপকণ্ঠে আবার বিমান হামলা চালাল ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i148010-দামেস্কের_উপকণ্ঠে_আবার_বিমান_হামলা_চালাল_ইহুদিবাদী_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে নতুন করে বোমাবর্ষণ করেছে। পাশাপাশি দখলদার বাহিনীর ট্যাংকগুলো সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা অঞ্চল দিয়ে দেশটির আরো অভ্যন্তরে অনুপ্রবেশ করেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১৪, ২০২৫ ১৫:০৯ Asia/Dhaka
  • দামেস্কের উপকণ্ঠে ইসরাইলি হামলা
    দামেস্কের উপকণ্ঠে ইসরাইলি হামলা

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে নতুন করে বোমাবর্ষণ করেছে। পাশাপাশি দখলদার বাহিনীর ট্যাংকগুলো সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা অঞ্চল দিয়ে দেশটির আরো অভ্যন্তরে অনুপ্রবেশ করেছে।

বৃহস্পতিবার দামেস্কের উত্তর-পশ্চিম উপকণ্ঠে অবস্থিত একটি বাড়িতে বোমাবর্ষণ করে ইসরাইলি বাহিনী। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। একই দিনি সিরিয়ার দা’রা প্রদেশের কয়েকটি স্থান এবং রাজধানী দামেস্কের দক্ষিণে অবস্থিত কিসওয়াহ শহরেও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী বাহিনী।

এছাড়া, কুনেইত্রা অঞ্চল দিয়ে অনুপ্রবেশকারী দখলদার সেনারা সিরিয়ার সাবেক বাশার আল-আসাদ সরকারের কয়েকটি সেনা চৌকি বোমা মেরে উড়িয়ে দিয়েছে।  

এর আগে গত সপ্তাহে ইসরাইলি পার্লামেন্ট নেসেটের এক এমপি সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গোটা সিরিয়ার ওপর তেল আবিবের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছিলেন। বোয়াজ বিসমুথ নামক ওই এমপি বলেন, “আসাদের পতন পরবর্তী সিরিয়ায় একটি সামরিক বাহিনী গড়ে উঠতে দেবে না ইসরাইল।”

এছাড়া, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, তার সরকার সিরিয়ার ক্ষমতাসীন হায়াত তাহরির আশ-শাম (এইচটিএস) বা অন্য কাউকে সেদেশের দক্ষিণাঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেবে না।

গত ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন হওয়ার পরপরই সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় গোলান মালভূমির মাউন্ট হেরমন দখল করে নেয় ইসরাইল। নেতানিয়াহু বলেছেন, ওই পাহাড়ের ওপর অনির্দিষ্টকালের জন্য দখলদারিত্ব বজায় রাখবে ইহুদিবাদী বাহিনী।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪