মধ্যস্থতাকারীদের প্রস্তাব মেনে নিয়েছে হামাস; বলি এখন ইসরাইলের কোর্টে
https://parstoday.ir/bn/news/event-i148076-মধ্যস্থতাকারীদের_প্রস্তাব_মেনে_নিয়েছে_হামাস_বলি_এখন_ইসরাইলের_কোর্টে
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, এটি গাজা যুদ্ধবিরতির সর্বশেষ আলোচনায় মধ্যস্থতাকারীদের একটি প্রস্তাব মেনে নিয়েছে। এবার ইসরাইল তা মানবে কিনা সেটি তেল আবিবের ওপর নির্ভর করছে এবং বল এখন ইসরাইলের কোর্টে রয়েছে বলে হামাস মন্তব্য করেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১৬, ২০২৫ ০৯:৫৬ Asia/Dhaka
  • হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু
    হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, এটি গাজা যুদ্ধবিরতির সর্বশেষ আলোচনায় মধ্যস্থতাকারীদের একটি প্রস্তাব মেনে নিয়েছে। এবার ইসরাইল তা মানবে কিনা সেটি তেল আবিবের ওপর নির্ভর করছে এবং বল এখন ইসরাইলের কোর্টে রয়েছে বলে হামাস মন্তব্য করেছে।

হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু শনিবার এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছেন, তাদের আলোচক দল মিশরের রাজধানী কায়রোয় ফিরে গেছেন এবং তারা যুদ্ধবিরতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে শলাপরামর্শ করছেন।

কানু বলেন, ইসরাইলি-মার্কিন সেনা ইদান আলেক্সান্ডারকে পণবন্দিদশা থেকে মুক্তি দেয়ার এবং অপর চার পণবন্দির লাশ ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়ে হামাস নিজের ছাড় দেয়ার মানসিকতা প্রমাণ করেছে। এর মাধ্যমে হামাস মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হামাসের এই মুখপাত্র বলেন, মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব গ্রহণ করার যে পদক্ষেপ তার সংগঠন নিয়েছে তা গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের বিকল্প নয়, বরং এটি গাজা যুদ্ধ বন্ধ করে উপত্যকা থেকে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহারের আলোচনা শুরু করার সুযোগ সৃষ্টি করবে। হামাস কোনো অসম্ভব শর্ত দিতে চায় না বলে কানু উল্লেখ করেন।

ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক ক্যারিয়ার রক্ষা করার লক্ষ্যে গাজা যুদ্ধ বন্ধ করতে গড়িমসি করছেন বলে হামাসের এই মুখপাত্র অভিযোগ করেন। তিনি বলেন, গত ২ মার্চ থেকে গাজায় মানবিক ত্রাণের প্রবেশ বন্ধ করে দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে তেল আবিব।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৬