কাশ্মীরে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনের বাড়ি উড়িয়ে দিল ভারতীয় বাহিনী
(last modified Fri, 25 Apr 2025 14:45:51 GMT )
এপ্রিল ২৫, ২০২৫ ২০:৪৫ Asia/Dhaka
  • আশিফ শেখের পারিবারিক বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে
    আশিফ শেখের পারিবারিক বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে বেসামরিক নাগরিকদের হামলার পর অভিযুক্তদের ধরতে অভিযানে নেমেছে ভারতীয় সেনাবাহিনী।  আজ শুক্রবার দুই সন্দেহভাজনের বাড়ি বোমা মেরে দিয়ে উড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।

ভারতীয় পুলিশের দাবি, পাহেলগামের হামলাকারীরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) সদস্য। তিন সন্দেহভাজনের স্কেচসহ পোস্টার প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তারা হচ্ছেন—ভারতীয় নাগরিক আদিল হুসেইন থোকার, পাকিস্তানি নাগরিক আলি ভাই ও হাশিম মুসা। এর বাইরে আশিফ শেখ নামের আরেক ভারতীয় নাগরিককেও খোঁজা হচ্ছে।

হামলার পর থোকার ও শেখের পরিবারের সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শেখের বোন ইয়াসমিনা বার্তা সংস্থা এএফপিকে জানান, বৃহস্পতিবার রাতে তাদের বাড়ি ঘেরাও করে সেনাবাহিনী।  তিনি আরও বলেন, 'একজন সেনা সদস্য আমাদের বাড়ির কাদামাটির প্রাচীর টপকে ভেতরে ঢুকে আবার বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর এক বিশাল বিস্ফোরণে ধসে যায় পুরো বাড়ি।

এক পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার ভোরে একইভাবে আদিল থোকারের পারিবারিক বাড়িও ধসিয়ে দেওয়া হয়।#

পার্সটুডে/এএসএবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।