রিউমর স্ক্যানারের প্রতিবেদন: কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি নিয়ে বিভ্রান্তিকর প্রচার
https://parstoday.ir/bn/news/event-i149456-রিউমর_স্ক্যানারের_প্রতিবেদন_কক্সবাজারে_মার্কিন_বাহিনীর_উপস্থিতি_নিয়ে_বিভ্রান্তিকর_প্রচার
বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার ফ্যাক্টচেক টিম জানিয়েছে, কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতির ভাইরাল বিষয়টি বিভ্রান্তিকর।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৩, ২০২৫ ১৯:৩৫ Asia/Dhaka
  • রিউমর স্ক্যানারের প্রতিবেদন
    রিউমর স্ক্যানারের প্রতিবেদন

বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার ফ্যাক্টচেক টিম জানিয়েছে, কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতির ভাইরাল বিষয়টি বিভ্রান্তিকর।

তাদের অনুসন্ধান টিম ফ্যাক্ট চেক করে জানায়, মূলত, এ ধরনের প্রশিক্ষণ নতুন নয় বরং ইউএস অ্যাম্বাসির আয়োজনে গত কয়েক বছর ধরেই এমন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। রিউমর স্ক্যানার আরও জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া একটি মহল দেশ-বিদেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নানা গুজব, ভুল তথ্য, অপতথ্য ছড়াচ্ছে এমন প্রমাণও মিলেছে ফ্যাক্টচেক করে।

শুধু এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।