ওবিসি মামলা: আদালত অবমাননার মামলা করতে বললেন প্রধান বিচারপতি
https://parstoday.ir/bn/news/event-i151116-ওবিসি_মামলা_আদালত_অবমাননার_মামলা_করতে_বললেন_প্রধান_বিচারপতি
ভারতের পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণি বা ওবিসি মামলার জট কিছুতেই কাটছে না। আজ (মঙ্গলবার) ওবিসি মামলা নিয়ে রাজ্যের দ্রুত শুনানির আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছে আগামী বৃহস্পতিবার শুনানি হবে। প্রধান বিচারপতি সাফ বলেছেন, যে সময় মামলাটি তালিকায় রয়েছে, সেই সময়ই শুনানি হবে।
(last modified 2025-08-12T10:50:52+00:00 )
আগস্ট ১২, ২০২৫ ১৬:৪৬ Asia/Dhaka
  • ওবিসির মামলার জট খুলছে না
    ওবিসির মামলার জট খুলছে না

ভারতের পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণি বা ওবিসি মামলার জট কিছুতেই কাটছে না। আজ (মঙ্গলবার) ওবিসি মামলা নিয়ে রাজ্যের দ্রুত শুনানির আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছে আগামী বৃহস্পতিবার শুনানি হবে। প্রধান বিচারপতি সাফ বলেছেন, যে সময় মামলাটি তালিকায় রয়েছে, সেই সময়ই শুনানি হবে।

আসলে ওবিসি মামলার জেরে আটকে রয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স, নার্সিংসহ একাধিক পরীক্ষার ফলপ্রকাশ, যাতে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। তার জেরে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। কিন্তু মূল মামলার শুনানি ৯ সেপ্টেম্বর।

অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রশংসাপত্র মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে আবেদন জানিয়েছিলেন আইনজীবী কুণাল মিমানি। তাতে প্রধান বিচারপতি বলেন, মামলা শুনানির জন্য লিস্ট তো করাই আছে।' আইনজীবী জানান, বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট একের পর এক নির্দেশ দিয়ে যাচ্ছে। আইনজীবীর বক্তব্য শুনে বিরক্ত হয়ে প্রধান বিচারপতি জানতে চান, 'আমরা তো হাইকোর্টকে কোনও নির্দেশ দেওয়া থেকে বিরত থাকতে বলেছি। এক কাজ করুন, আপনি আদালত অবমাননার একটা ফ্রেশ আবেদন জমা দিন।' এরপরই আইনজীবী অনুরোধ করেছিলেন মামলার দ্রুত শুনানি হোক। তাতে প্রধান বিচারপতি জানিয়ে দেন, দ্রুত শুনানি নয়।

উল্লেখ্য, ওবিসি সংক্রান্ত মূল মামলার জেরে রাজ্যে আটকে রয়েছে জয়েন্ট এন্ট্রান্স-সহ বিভিন্ন পরীক্ষার ফলপ্রকাশ। অনিশ্চয়তার মুখে পড়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। গত ২৮ জুলাই ওবিসি প্রশংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে। গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ জয়েন্টের মেধাতালিকা বাতিল করে নতুন মেধাতালিকা তৈরির নির্দেশ দেন।

আদালত বলেছে, নতুন ওবিসি তালিকা মেনে মেধাতালিকা প্রকাশ করা যাবে না। পুরনো বিধি মেনে, অর্থাৎ ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই ১৫ দিনের মধ্যে নতুন মেধাতালিকা প্রকাশ করতে হবে। তাতে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র শিক্ষার্থীদের জন্য পূর্বের মতো ৭ শতাংশ সংরক্ষণই বরাদ্দ থাকবে। এর পরেই হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। সেখানেই বিচারপ্রক্রিয়া চলছে।#

পার্সটুডে/জিএআর/১২