ফের পশ্চিম বাংলায় বিরোধিতা!
১০০ দিনের কাজে হাইকোর্টের রায়ে ‘আপত্তি’, সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের মামলা
-
১০০ দিনের কাজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্রের মামলা
ভারতের কেন্দ্রীয় সরকার আবারও পশ্চিম বাংলার ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে বিরোধীতা করেছে। দরিদ্রদের কাজের জন্য সরকারি প্রকল্প ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিষয়টি নিয়ে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছিল সে বিষয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে তীব্র নিন্দা জানিয়ে সাধারণ মানুষের কর্মসংস্থানকে অগ্রাধিকার হিসেবে নিয়ে ১০০ দিনে কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল।
তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আজ (সোমবার) সুপ্রিম কোর্টে মামলা করেছে কেন্দ্রীয় সরকার। চলতি সপ্তাহে মামলার শুনানি হতে পারে।
১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকার এবং-পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যকার সংঘাত নতুন কিছু নয়। গত তিনবছর ধরেই মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম প্রকল্পের অধীনে দিনমজুরির কাজের অর্থ পাচ্ছে না পশ্চিম বাংলা। বাকি টাকার পরিমাণ ক্রমে অনেকটা বেড়ে গিয়েছে। এনিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বারবার দাবি জানিয়ে আসছে।
শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করার অভিযোগে বহু প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। এমনকী দিল্লির দরবারে গিয়েও দাবি পেশ করেছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতিনিধিদের পালটা অভিযোগ, বিভিন্ন জেলায় এই কাজের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। তাই টাকা আপাতত বন্ধ।
বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের একটি মামলার ভিত্তিতে মাস দুই আগে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকারকে যে কোনও শর্ত দিতে পারবে কেন্দ্রীয় সরকার। তবে ১০০ দিনের কাজ আবার শুরু করতে হবে। সমগ্র প্রকল্প কোনওভাবেই অনির্দিষ্টকাল বন্ধ করে রাখা যাবে না। এই কাজের মাধ্যমেই দারিদ্রসীমার নিচে থাকা বহু মানুষের রোজগার হয়। জনস্বার্থে এই কাজ চালু রাখা জরুরি।
আগস্টের ১ তারিখ থেকে সেই কাজ চালুর নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু মাসের ১৫ দিন পেরিয়ে গেলেও কাজ চালু হয়নি। উপরন্তু আজ সোমবার হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে কেন্দ্রীয় সরকার।#
পার্সটুডে/জিএআর/১৮