গুম-খুনের জন্য হাসিনার বিচার এ মাটিতেই হবে: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/event-i151350-গুম_খুনের_জন্য_হাসিনার_বিচার_এ_মাটিতেই_হবে_মির্জা_ফখরুল
গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2025-08-22T13:51:14+00:00 )
আগস্ট ২২, ২০২৫ ১৯:৪৮ Asia/Dhaka
  • গুম-খুনের জন্য হাসিনার বিচার এ মাটিতেই হবে: মির্জা ফখরুল

গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মায়ের ডাক আয়োজিত গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মানববন্ধন ও প্রদশর্নীর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, গুমের শিকার হওয়া লোকদের সন্তানররা বড় হয়েছে, কিন্তু তাদের ফিরে পাইনি। আশা ছিলো অভূত্থানের পর গুম হওয়াদের খোঁজ পাবো, কিন্তু এখনও কিছুই হয়নি।

বাংলাদেশের প্রতিটি নির্যাতিত মানুষের পক্ষে রয়েছে বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিগত সময়ের গুম-খুনের বিচার তরান্বিত করার জন্য নির্বাচন চায় বিএনপি।

তিনি বলেন, গুম হওয়া পরিবারের সদস্যদের কান্না বন্ধ করতে এবং গুম কমিশনকে পাবলিকলি আনতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার।

গুম হওয়াদের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।#

পার্সটুডে/এমআরএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।