ইসরাইলি সেনাদের হামলায় আরও ২১ ফিলিস্তিনি শহীদ / গাজায় গণহত্যা মোকাবেলায় ইতালিতে অভিযান
-
গাজায় ইসরাইলি গণহত্যা
পার্সটুডে-ফিলিস্তিনি সূত্র জানিয়েছে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় কমপক্ষে আরও ২১ জনকে শহীদ করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই ২১ জনের মধ্যে ১৩ জন গাজা শহরে শহীদ হয়েছেন। ইহুদিবাদী ইসরাইল গাজা শহরের আল-সুসি টাওয়ারেও বোমা হামলা চালিয়ে টাওয়ারটি ধ্বংস করে দিয়েছে। এই প্রতিবেদন অনুসারে, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত ২৪ ঘন্টায় এক শিশুসহ আরও ৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
এদিকে, পার্সটুডে জানিয়েছে, বিশ্বব্যাপী প্রতিরোধ নৌবহরকে সমর্থন করার জন্য ইতালিতে একটি জাতীয় ছাত্র সমাবেশ অভিযান শুরু হয়েছে।
পার্সটুডে আরও জানায়, এই প্রচারণাটি শুরু হয়েছে: 'ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা বন্ধ করুন এবং গাজায় যুদ্ধ বন্ধ করুন'-এই স্লোগান দিয়ে। এই প্রচারণাকে সমর্থনকারী শিক্ষার্থীরা ঘোষণা করেছে: ইতালি জুড়ে গাজার জনগণের জন্য মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার পর, গ্লোবাল ফ্লিট অফ রেজিলিয়েন্স গাজার জনগণের জন্য ৩০০ টন মানবিক পণ্য নিয়ে ইতালীয় বন্দর জেনোয়া থেকে রওনা হয়েছে।#
পার্সটুডে/এনএম/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।