১২ দিনের যুদ্ধের পর ইরানি জাতি আরো ঐক্যবদ্ধ হয়েছে: রিয়ার অ্যাডমিরাল সায়েরি
https://parstoday.ir/bn/news/event-i151758-১২_দিনের_যুদ্ধের_পর_ইরানি_জাতি_আরো_ঐক্যবদ্ধ_হয়েছে_রিয়ার_অ্যাডমিরাল_সায়েরি
ইরানের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার তার দেশের বিরুদ্ধে অবৈধ ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের সময় "অনন্য ঐক্য" প্রদর্শন এবং ইরানি জনগণকে রাস্তায় নেমে আসার জন্য তেল আবিবের শাসক গোষ্ঠী যে আহ্বান জানিয়েছিল তা উপেক্ষা করার জন্য জাতির প্রশংসা করেছেন।
(last modified 2025-09-08T11:35:28+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২৫ ১৫:২০ Asia/Dhaka
  • রিয়ার অ্যাডমিরাল সায়েরি
    রিয়ার অ্যাডমিরাল সায়েরি

ইরানের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার তার দেশের বিরুদ্ধে অবৈধ ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের সময় "অনন্য ঐক্য" প্রদর্শন এবং ইরানি জনগণকে রাস্তায় নেমে আসার জন্য তেল আবিবের শাসক গোষ্ঠী যে আহ্বান জানিয়েছিল তা উপেক্ষা করার জন্য জাতির প্রশংসা করেছেন।

তিনি বলেন, জুনের আগ্রাসনে ইরানের বিজয়ের পেছনে ইরানি জাতি ছিল। তিনি উল্লেখ করেন জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে ইরান কখনও কোনো শত্রুর হাতে পরাজিত হবে না। রিয়ার অ্যাডমিরাল সায়েরি বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ১৯৮০-এর দশকের চাপিয়ে দেয়া ইরাকি যুদ্ধের বিরুদ্ধে পবিত্র প্রতিরক্ষা এবং ১২ দিনের যুদ্ধের মাধ্যমে আমাদের জাতি ব্যতিক্রমী ঐক্য এবং সংহতি দেখিয়েছে।  

তিনি বলেন, “১২ দিনের যুদ্ধের সময় ভুয়া ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার আমাদের জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু একজনও সেই আহ্বানে সাড়া দেননি। বরং আমাদের জাতীয় ঐক্য ও সংহতি আরো দৃঢ় হয়ে ওঠে।”

সায়ারি আরো বলেন যে, শত্রুদের সমস্ত ষড়যন্ত্র যার মধ্যে রয়েছে চাপিয়ে দেওয়া যুদ্ধ, সাংস্কৃতিক আগ্রাসন, নরম যুদ্ধ এবং হাইব্রিড যুদ্ধ। আর এগুলো করা হয়েছে ইরানি জাতিকে পরাজিত করার লক্ষ্যে। শীর্ষ কমান্ডার আরও জোর দিয়ে বলেন যে, ইসলামি বিপ্লবের আগে ইরানি জাতি একটি সশস্ত্র শাসনব্যবস্থার বিরুদ্ধে শক্তিশালীভাবে দাঁড়িয়েছিল এবং শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিল।

তিনি উল্লেখ করেন যে, যুদ্ধক্ষেত্রে জনগণের সক্রিয় উপস্থিতির জন্য ধন্যবাদ। ইরাকি সরকার কর্তৃক ইরানের উপর চাপিয়ে দেওয়া আট বছরের যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছিল যা পূর্ব ও পশ্চিমা সমস্ত দেশ দ্বারা সমর্থিত ছিল।#

পার্সটুডে/এমবিএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।