ইসরায়েলি সেনাপ্রধানের স্বীকারোক্তি: গাজা দখল করেও হামাসকে পরাজিত করা সম্ভব নয়
https://parstoday.ir/bn/news/event-i152008-ইসরায়েলি_সেনাপ্রধানের_স্বীকারোক্তি_গাজা_দখল_করেও_হামাসকে_পরাজিত_করা_সম্ভব_নয়
পার্সটুডে- দখলদার ইসরায়েলের সেনাপ্রধান আইয়াল যামির বলেছেন, গাজা শহর দখল করলেও হামাসকে সামরিক কিংবা রাজনৈতিকভাবে পরাজিত করা সম্ভব হবে না। ইসরায়েলের টিভি চ্যানেল- টুয়েলভ এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-09-15T12:59:20+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১৮:১৮ Asia/Dhaka
  • আইয়াল যামির
    আইয়াল যামির

পার্সটুডে- দখলদার ইসরায়েলের সেনাপ্রধান আইয়াল যামির বলেছেন, গাজা শহর দখল করলেও হামাসকে সামরিক কিংবা রাজনৈতিকভাবে পরাজিত করা সম্ভব হবে না। ইসরায়েলের টিভি চ্যানেল- টুয়েলভ এ তথ্য জানিয়েছে।

আইয়াল যামির রাজনৈতিক নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বলেন, দখলদার ইসরায়েলের মন্ত্রিসভার যে যুদ্ধের লক্ষ্য নির্ধারণ করেছে তা অর্জনের লক্ষ্যে কাজ করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ, তবে বাস্তবতা হলো—গাজা দখলের পরও হামাসকে কোনোভাবেই পরাজিত করা যাবে না।

এদিকে, দখলদার ইসরায়েলের রেডিও ও টেলিভিশন সংস্থা এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে- রাজনৈতিক নেতারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে, গাজা উপত্যকায় সামরিক অভিযান বিস্তৃত হলে বন্দিদের জীবন ঝুঁকির মুখে পড়বে।

গত ৩ সেপ্টেম্বর ইসরায়েলি সেনাবাহিনী “"গিডিয়নের রথ" নামে একটি অভিযান শুরু করেছে, এর উদ্দেশ্য হলো গাজা শহর পরিপূর্ণভাবে দখল করা। তবে এ পদক্ষেপ দখলদার ইসরায়েলের ভেতরেই তীব্র সমালোচনা ও প্রতিবাদের জন্ম দিয়েছে এবং বন্দি ও সেনাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।