নিউইয়র্কে উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/event-i152230-নিউইয়র্কে_উপসাগরীয়_সহযোগিতা_পরিষদের_পররাষ্ট্রমন্ত্রীদের_বৈঠক_অনুষ্ঠিত
পার্সটুডে-নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ-স্তরের কার্যক্রম শুরু হওয়ার আগে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একটি সমন্বয় বৈঠক করেছেন।
(last modified 2025-09-22T14:40:34+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১৮:৪২ Asia/Dhaka
  • নিউইয়র্কে উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
    নিউইয়র্কে উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

পার্সটুডে-নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ-স্তরের কার্যক্রম শুরু হওয়ার আগে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একটি সমন্বয় বৈঠক করেছেন।

সৌদি সরকারি প্রেস এজেন্সি (এসপিএ) আজ (সোমবার) জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ-স্তরের কার্যক্রম শুরুর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী "ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ" উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয় সভায় অংশগ্রহণ করেছেন।

উসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং কাউন্সিলের মহাসচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে যৌথ সহযোগিতা ও সমন্বয় প্রক্রিয়া জোরদার করার উপায় এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে।

উসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আবারও কাতারের সাথে তাদের পূর্ণ সংহতি ঘোষণা করেছেন। তারা দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনও ক্ষেত্রে তাদের পূর্ণ সমর্থনের ওপর গুরুত্বারোপ করেছেন।

বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সর্বশেষ পরিস্থিতিসহ এই ক্ষেত্রে চলমান প্রচেষ্টা, শান্তি ও নিরাপত্তা জোরদার করার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতা জোরদার করার গুরুত্ব নিয়েও আলোচনা ও মতা বিনিময় করা হয়।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।