ট্রাম্পের গাজা-প্রস্তাবের লক্ষ্য ইসরাইলি আগ্রাসন অব্যাহত রাখা: জিয়াদ আন নাখালা
https://parstoday.ir/bn/news/event-i152514-ট্রাম্পের_গাজা_প্রস্তাবের_লক্ষ্য_ইসরাইলি_আগ্রাসন_অব্যাহত_রাখা_জিয়াদ_আন_নাখালা
পার্স-টুডে: ফিলিস্তিনি ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা এক বিবৃতিতে বলেছেন যে গাজা উপত্যকার জন্য ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ইহুদিবাদী ইসরায়েলেরই একটি পরিকল্পনা এবং তা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখারই একটি প্রেসক্রিপশন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১৬:১২ Asia/Dhaka
  • ফিলিস্তিনি ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা
    ফিলিস্তিনি ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা

পার্স-টুডে: ফিলিস্তিনি ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা এক বিবৃতিতে বলেছেন যে গাজা উপত্যকার জন্য ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ইহুদিবাদী ইসরায়েলেরই একটি পরিকল্পনা এবং তা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখারই একটি প্রেসক্রিপশন।

তিনি আরও বলেছেন: "এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখার একটি রেসিপি, এবং ইসরায়েল আমেরিকার মাধ্যমে এমন কিছু অর্জন করার চেষ্টা করছে যা তারা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে পারেনি।"

আল-নাখালা বলেছেন: "আমরা মনে করি এই আমেরিকান-ইসরায়েলি পরিকল্পনা এই অঞ্চলকে একটি বিস্ফোরণের দিকে ঠেলে দেয়ার এক রেসিপি।"

গাজায় শিগগিরই যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর চাপ জোরদারের পদক্ষেপ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদ-মাধ্যমগুলো জানিয়েছে। ট্রাম্প তার মেয়ের জামাই জেরার্ড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফকে নেতানিয়াহুর কাছে পাঠিয়েছেন যাতে শিগগিরই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ট্রাম্পের ইচ্ছার কথা নেতানিয়াহুকে জানানো যায়। ইসরায়েলি সংবাদ-সূত্রগুলো আরও জানিয়েছে, এ ব্যাপারে ট্রাম্পের চাপের মুখে নেতানিয়াহু নানা শর্ত প্রণয়ন করছেন যা গাজায় যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে তুলে ধরা হবে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেছেন, "আমরা গাজায় যুদ্ধের অবসান ঘটাতে এবং জিম্মিদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি পৌঁছে গেছি,"।   #

পার্স টুডে/এমএএইচ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।