শিশু নির্যাতন প্রতিরোধে ব্রিটেন সরকারের বিরুদ্ধে উদাসিনতার অভিযোগ
https://parstoday.ir/bn/news/event-i153334-শিশু_নির্যাতন_প্রতিরোধে_ব্রিটেন_সরকারের_বিরুদ্ধে_উদাসিনতার_অভিযোগ
পার্স টুডে - ব্রিটিশ সরকারের বিরুদ্ধে শিশুদের ওপর গণধর্ষণ চক্রের মামলা ধামাচাপা দেওয়া এবং বিলম্বিত করার ও এই দেশে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ এনেছেন দেশটির সংসদ সদস্যরা।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
অক্টোবর ২৩, ২০২৫ ১৮:৫৮ Asia/Dhaka
  • শিশু নির্যাতন প্রতিরোধে ব্রিটেন সরকারেরর বিরুদ্ধে উদাসিনতার অভিযোগ
    শিশু নির্যাতন প্রতিরোধে ব্রিটেন সরকারেরর বিরুদ্ধে উদাসিনতার অভিযোগ

পার্স টুডে - ব্রিটিশ সরকারের বিরুদ্ধে শিশুদের ওপর গণধর্ষণ চক্রের মামলা ধামাচাপা দেওয়া এবং বিলম্বিত করার ও এই দেশে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ এনেছেন দেশটির সংসদ সদস্যরা।

ব্রিটেনে শিশু নির্যাতন নেটওয়ার্কের মামলার একটি মৌলিক ও এই মামলার বিষয়ে ব্যাপক তদন্ত পরিচালনা এবং এক বছরেরও বেশি সময় পরে ক্ষতিগ্রস্তদের পরিবারকে জবাব প্রদানের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার সমালোচনা করে সংসদ সদস্যরা বলেছেন: সরকারের বিলম্ব ভুক্তভোগীদের অধিকার লঙ্ঘন করেছে এবং যুক্তরাজ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করেছে। তারা যুক্তরাজ্যে সংঘবদ্ধ শিশু নির্যাতনের পুনরাবৃত্তি এবং শিশু নির্যাতন নেটওয়ার্কগুলির অব্যাহত কার্যকলাপকে যুক্তরাজ্যে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করতে বিশেষ করে শিশুদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা প্রদানে সরকারের ব্যর্থতার প্রমাণ হিসাবে বিবেচনা করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ব্রিটিশ এমপিদের বেশিরভাগ মনোযোগ এবং প্রশ্ন ছিল শিশু ও কিশোরীদের গণধর্ষণের মামলাগুলোর বিষয়ে যা ১৯৯০ সাল থেকে রদারহ্যাম, রচডেল ও অক্সফোর্ডে খোলা হয়েছিল এবং সরকার এ বিষয়ে প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও এখনও মামলাগুলো সমাধান করা হয়নি।

যুক্তরাজ্যে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই দেশে প্রতি ২০ জন শিশুর মধ্যে একজন কোনো না কোনোভাবে যৌন নির্যাতন বা শ্লীলতাহানির শিকার হয়েছে, এবং যদিও যুক্তরাজ্যের জনসংখ্যার ২০% শিশু, তবুও প্রায় ৪০% যৌন অপরাধের শিকার হচ্ছে শিশুরা। #

পার্স টুডে/এমএএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।