‘ঢাকার কসাই’ কামাল খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পিত হবেন: শফিকুল আলম
https://parstoday.ir/bn/news/event-i154492-ঢাকার_কসাই’_কামাল_খুব_শিগগিরই_বাংলাদেশে_প্রত্যর্পিত_হবেন_শফিকুল_আলম
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ২৮, ২০২৫ ১৬:০১ Asia/Dhaka
  • আসাদুজ্জামান খান কামাল
    আসাদুজ্জামান খান কামাল

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

আজ (শুক্রবার) সকাল ৯টা ৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমি গভীরভাবে বিশ্বাসী—শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে। জুলাইয়ের গণহত্যার মামলায় হাসিনা দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে প্রত্যর্পণের জন্য আমাদের অনুরোধ ভারত ইতোমধ্যে পরীক্ষা করছে বলে জানিয়েছে।’ 

শফিকুল আলমের ফেসবুক স্ট্যাটাস

প্রেস সচিব বলেন, ‘আমরা জানি হাসিনার প্রতি শক্তিশালী সহানুভূতিশীল ব্যক্তিরা আছেন। তা সত্ত্বেও, আমি ক্রমবর্ধমানভাবে বিশ্বাসী যে, আসাদুজ্জামান খান কামাল যিনি ‘ঢাকার কসাই’—খুব শিগগিরই বিচারের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত কথিত অপরাধগুলোর ওপর যত বেশি আলোকপাত করা হবে, তত বেশি গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বিশ্ব গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করবে।’

শফিকুল আলম বলেন, ‘কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা যত টাকাই খরচ করুন না কেন, চিরতরে জবাবদিহি এড়ানো সম্ভব হবে না। যদি আমরা একটি জাতি হিসেবে জুলাই গণহত্যার শিকার এবং হাসিনা যুগে সংঘটিত সমস্ত মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে দৃঢ় ও মনোযোগী থাকি, তাহলে যারা এগুলোর জন্য দায়ী, তাদের পক্ষে পরিণতি এড়ানো ক্রমশ কঠিন হয়ে উঠবে। এটি কামালকে দিয়েই শুরু হবে এবং তারপরে...’

জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে সম্প্রতি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা দুজনেই বর্তমানে ভারতে পালিয়ে আছেন।#

পার্সটুডে/এমএআর/২৮