টোকিও'র অভিযোগ; জাপানিকে যুদ্ধবিমানকে নিশানা করেছিল চীনা জেট
পার্সটুডে- জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে দুটি ঘটনায় চীনা যুদ্ধবিমানগুলো জাপানি সামরিক এয়ারক্রাফট লক্ষ্য করে ফায়ার কন্ট্রোল রাডার তাক করেছিল বলে অভিযোগ করেছে টোকিও। তবে জাপানের দাবি বেইজিং প্রত্যাখ্যান করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, রাডারের আলোকরশ্মি বিমানের নিরাপদ চলাচল বিঘ্ন ঘটিয়েছে। তিনি আরও বলেন, জাপান চীনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।
টোকিওতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেসের সঙ্গে সাক্ষাৎকালে কোইজুমি বলেছেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের কর্মকাণ্ডের দৃঢ় ও সংযমী প্রতিক্রিয়া দেখাবে জাপান।
চীনা নৌবাহিনীর মুখপাত্র কর্নেল ওয়াং শুয়েমেং বলেছেন, চীন আগেই মিয়াকো প্রণালীর পূর্বদিকে রণতরীভিত্তিক বিমান ওঠানামা সংশ্লিষ্ট প্রশিক্ষণ মহড়া চালানোর ঘোষণা দিয়েছিল, তারপরও জাপান বারবারই চীনা নৌবাহিনীর যানগুলোর দিকে তেড়ে আসছে ও সেগুলোর কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে।
গত কয়েক বছরে চীন ও জাপানের বাহিনীর মুখোমুখি হওয়ার ঘটনা নেই বললেই চলে। শনিবারের ঘটনাগুলো পূর্ব এশিয়ার দুই শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলেই মনে হচ্ছে।#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।