ভারতে সংখ্যালঘু নির্যাতন: ঢাকার পর পাকিস্তানের গভীর উদ্বেগ প্রকাশ
https://parstoday.ir/bn/news/event-i155610-ভারতে_সংখ্যালঘু_নির্যাতন_ঢাকার_পর_পাকিস্তানের_গভীর_উদ্বেগ_প্রকাশ
ভারতে মুসলিম ও খ্রিষ্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চালানো ‘গণসহিংসতা’ ও ভাঙচুরের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পর এবার প্রতিবেশী দেশ পাকিস্তানও ভারতে সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
(last modified 2025-12-30T08:20:46+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২৫ ১৯:০৯ Asia/Dhaka
  • ভারতে সংখ্যালঘু নির্যাতনে এবার পাকিস্তানের গভীর উদ্বেগ প্রকাশ
    ভারতে সংখ্যালঘু নির্যাতনে এবার পাকিস্তানের গভীর উদ্বেগ প্রকাশ

ভারতে মুসলিম ও খ্রিষ্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চালানো ‘গণসহিংসতা’ ও ভাঙচুরের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পর এবার প্রতিবেশী দেশ পাকিস্তানও ভারতে সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) এক বিবৃতিতে জানায়, ভারতে বড়দিনের আগে শপিং মল ও শিক্ষা প্রতিষ্ঠানে উগ্রবাদী গোষ্ঠীর হামলা ও ভাঙচুর অত্যন্ত নিন্দনীয়।

বিবৃতিতে বলা হয়, ‘‘বড়দিনের উৎসবে হামলা এবং মুসলমানদের টার্গেট করে ঘরবাড়ি ধ্বংস ও পিটিয়ে হত্যার (লিঞ্চিং) মতো রাষ্ট্র-পৃষ্ঠপোষিত প্রচারণা মুসলিমদের মধ্যে চরম ভীতি ও বিচ্ছিন্নতাবোধ তৈরি করেছে।’’

বিবৃতিতে বিশেষভাবে ২০১৫ সালের মুহাম্মদ আখলাক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়। পাকিস্তান দাবি করেছে, ভারত সরকার অপরাধীদের বিচারের পরিবর্তে মামলা প্রত্যাহারের মাধ্যমে তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের অরক্ষিত সংখ্যালঘুদের মৌলিক অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দেশটি।

সম্প্রতি 'দ্য হিন্দু' পত্রিকা জানায়, উত্তরপ্রদেশ সরকার আখলাক হত্যাকাণ্ডের অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার চেষ্টা করছিল। যদিও গত সপ্তাহে 'টাইমস অফ ইন্ডিয়া' জানায় যে, আদালত সরকারের সেই আবেদন খারিজ করে দিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘‘এই ধরনের ভুক্তভোগীদের তালিকা অত্যন্ত দীর্ঘ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই বিষয়গুলো আমলে নেওয়া এবং ভারতের অরক্ষিত সম্প্রদায়গুলোর মৌলিক অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া।’’

এর আগে রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম ভারতে সংখ্যালঘুদের ওপর নৃশংসতার তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে তিনি বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের সাম্প্রতিক মন্তব্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের বিভিন্ন মহলের ছড়ানো তথ্যগুলো বিভ্রান্তিকর।এ ধরনের প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে ভারতের ছত্তিশগড়, আসাম, কেরালা ও উত্তরপ্রদেশে বড়দিনের সাজসজ্জা ধ্বংস ও উৎসব পণ্ড করার খবর পাওয়া গেছে। ছত্তিশগড়ের রায়পুরের একটি শপিং মলে উগ্রবাদী জনতা হামলা চালায়। অন্যদিকে, আসামে খ্রিস্টান মিশনারি স্কুলগুলোতে হামলা ও বড়দিনের পোস্টার পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

ভারতে সংখ্যালঘুদের ওপর এই ধারাবাহিক হামলার বিষয়টি এখন দক্ষিণ এশীয় ভূ-রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান—উভয় দেশই ভারতের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের নজরদারির দাবি তুলেছে।#

পার্সটুডে/এমআরএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন