ইরানসহ এ অঞ্চলে ইহুদিবাদীদের লক্ষ্য হলো ইসলামী দেশগুলোকে বিভক্ত করা: কালিবফ
https://parstoday.ir/bn/news/event-i156274-ইরানসহ_এ_অঞ্চলে_ইহুদিবাদীদের_লক্ষ্য_হলো_ইসলামী_দেশগুলোকে_বিভক্ত_করা_কালিবফ
পার্সটুডে-ইরানের সংসদ মজলিসে শুরার স্পিকার বলেছেন: ইহুদিবাদী ইসরাইল আঞ্চলিক পরিস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সমর্থনের অপব্যবহার করে একটি আঞ্চলিক সামরিক শক্তিতে পরিণত হওয়ার চেষ্টা করছে।
(last modified 2026-01-20T12:43:47+00:00 )
জানুয়ারি ২০, ২০২৬ ১৮:৩৯ Asia/Dhaka
  • ইরানি স্পিকার কলিবফ (বাঁয়ে) ও ইরাকি পররাষ্ট্রমন্ত্র ফুয়াদ হোসাইন
    ইরানি স্পিকার কলিবফ (বাঁয়ে) ও ইরাকি পররাষ্ট্রমন্ত্র ফুয়াদ হোসাইন

পার্সটুডে-ইরানের সংসদ মজলিসে শুরার স্পিকার বলেছেন: ইহুদিবাদী ইসরাইল আঞ্চলিক পরিস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সমর্থনের অপব্যবহার করে একটি আঞ্চলিক সামরিক শক্তিতে পরিণত হওয়ার চেষ্টা করছে।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ কারণেই এ বছরের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আইআরআইবি নিউজের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, ইহুদিবাদীরা ভেবেছিল সামরিক হামলার মাধ্যমে মহাকাশ ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্রের শক্তি ধ্বংস কর দিতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত, আল্লাহর অশেষ মেহেরবানিতে সশস্ত্র বাহিনীর প্রচেষ্টা এবং বিদেশী শত্রুর বিরুদ্ধে ইরানি জাতির অন্তর্দৃষ্টির সুবাদে তাদের কোনও অশুভ লক্ষ্য অর্জিত হয় নি। উল্টো বরং ক্ষেপণাস্ত্র শক্তি আমাদের শক্তিশালী বিন্দুতে পরিণত হয়েছে।

ওই সাক্ষাতে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসাইন মালেকশাহী বলেন: সম্পর্ক কেবলমাত্র সরকারি স্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, দুই দেশের জনগণের মধ্যেও সম্পর্ক জোরদার করা উচিত। আমরা আশা করি ইরান এবং ইরাক এই দুই দেশের মধ্যে সর্বস্তরে সম্পর্ক বৃদ্ধি পাবে।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।