বেইজিং আমেরিকার সাথে সংলাপকে স্বাগত জানায়: চীনা রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/event-i156352-বেইজিং_আমেরিকার_সাথে_সংলাপকে_স্বাগত_জানায়_চীনা_রাষ্ট্রদূত
পার্সটুডে- মস্কোতে চীনা রাষ্ট্রদূত ঝাং হানহুই বলেছেন, আমেরিকার সাথে সংলাপকে সমর্থন জানায়।
(last modified 2026-01-22T14:37:56+00:00 )
জানুয়ারি ২২, ২০২৬ ২০:৩৫ Asia/Dhaka
  • মস্কোয় চীনা রাষ্ট্রদূত ঝাং হানহুই
    মস্কোয় চীনা রাষ্ট্রদূত ঝাং হানহুই

পার্সটুডে- মস্কোতে চীনা রাষ্ট্রদূত ঝাং হানহুই বলেছেন, আমেরিকার সাথে সংলাপকে সমর্থন জানায়।

বার্তা সংস্থা ইরনা'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, রাশিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত আজ (বৃহস্পতিবার) তাস সংবাদ সংস্থাকে দেওয়া এক নোটে লিখেছেন: চীন-মার্কিন সম্পর্ক অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

তিনি আরও বলেন: চীন সর্বদা পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক উপকারী সহযোগিতার নীতি মেনে চলার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে অবদান রেখেছে।

অক্টোবরের শেষের দিকে দক্ষিণ কোরিয়ার বুসানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাক্ষাৎ হয়। বৈঠকটি এক ঘন্টা ৪০ মিনিট স্থায়ী হয়।

বৈঠকের শুরুতে, শি জিনপিং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের আহ্বান জানান এবং উল্লেখ করেন যে, অর্থনৈতিক বিরোধ নিরসনে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আলোচনায় একমত হয়েছে।

নভেম্বরের শেষের দিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বাসনেট বলেছিলেন, ট্রাম্প এবং শি ২০২৬ সালে আবার দেখা করবেন। তিনি আরও বলেন যে, একে অপরের দেশ সফরের পাশাপাশি, তারা ফ্লোরিডায় অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলন এবং চীনে APEC শীর্ষ সম্মেলনের পাশাপাশি দেখাও করতে পারেন।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন