মানবতাবিরোধী শক্তির হাতে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা : মুহাম্মাদ কামরুজ্জামান
(last modified Sat, 18 Dec 2021 13:24:35 GMT )
ডিসেম্বর ১৮, ২০২১ ১৯:২৪ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, মানবতাবিরোধী শক্তির হাতে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা।

অবিলম্বে এ ধরণের আক্রমণ বন্ধের জন্য পৃথিবীর সমস্ত মানুষকে মানবিক ও ধৈর্যশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।   

১৮ ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উপলক্ষে মুহাম্মাদ কামরুজ্জামান আজ (শনিবার) রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা একবিংশ শতাব্দীতে এসে এই স্বপ্ন দেখতে চাই যে, পৃথিবী ধৈর্যশীল হবে, সহিষ্ণুতায় ভরে উঠুক, মানবতার বিস্তার লাভ করুক। মানুষ মানবতাবাদী হোক।’     

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মুহাম্মাদ কামরুজ্জামান আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সংখ্যালঘুরা সুরক্ষিত নয়। সর্বত্রই নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আক্রমণের শিকার হচ্ছে। বিজেপিশাসিত রাজ্যগুলোতে বেশি ঘটনা ঘটছে। অ-বিজেপি রাজ্যগুলোতে কম ঘটনা ঘটছে। কিন্তু কোথাও মুসলিমরা নিরাপদ নয়।’ 
‘ভারতবর্ষে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করতে হলে, মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত করতে হলে দিল্লি থেকে অবশ্যই ‘গেরুয়া শক্তি’কে (বিজেপি) হঠাতে হবে। এ জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে ধর্মবিরোধী সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করার ডাক দেওয়া হয়েছে বলেও মুহাম্মাদ কামরুজ্জামান মন্তব্য করেন।

আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উপলক্ষে আজ পশ্চিমবঙ্গের হাওড়া জেলার জগৎবল্লভপুরের ব্রাইট স্টার অ্যাকাডেমিতে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে সংখ্যালঘু কনভেনশনের আয়োজন করা হয়। দিনটিকে সামনে রেখে সংগঠনটির পক্ষ  থেকে বিশ্বের সমস্ত দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানানো হয়।    

ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ  কামরুজ্জামান বলেন, পৃথিবীর যেকোনো দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার হয়ে থাকি। আমরা চাই দেশের সংখ্যাগুরু মানুষের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে আমাদের দেশের সংবিধানে প্রদত্ত অধিকার সুনিশ্চিত করুক সরকার।    

আজ সংখ্যালঘু কনভেনশনের আগে হাওড়া জেলার বিভিন্ন ব্লকের কর্মীদের নিয়ে ‘সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিল’ ও ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর দ্বিতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি আনোয়ার হোসেন কাশেমী,  সহ-সভাপতি ফজলুর রহমান,  সহ-সম্পাদক আলি আকবর,  ডাঃ মনিরুল ইসলাম প্রমুখ।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।