পুলিশ কর্মকর্তাকে ভর্ৎসনা মমতার, বিজেপি ও সিপিএম নেতার তীব্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/india-i103326-পুলিশ_কর্মকর্তাকে_ভর্ৎসনা_মমতার_বিজেপি_ও_সিপিএম_নেতার_তীব্র_প্রতিক্রিয়া
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ভর্ৎসনা করেছেন। আজ (বৃহস্পতিবার) মুখ্যমন্ত্রীর ওই অবস্থানকে কেন্দ্র করে বিজেপি ও সিপিএম নেতারা মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের সমালোচনা করেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২২ ১৮:৫৮ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ভর্ৎসনা করেছেন। আজ (বৃহস্পতিবার) মুখ্যমন্ত্রীর ওই অবস্থানকে কেন্দ্র করে বিজেপি ও সিপিএম নেতারা মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের সমালোচনা করেছেন।

আজ অমরনাথ নামে ওই পুলিশ কর্মকর্তাকে মুখ্যমন্ত্রী বলেন, ‘তোমার জেলা  সম্পর্কে আমি কিছু কিছু অভিযোগ পাচ্ছি। কাউকে কাউকে সাজিয়ে পরিকল্পিতভাবে দাঙ্গা বাধানোর চেষ্টা করা হচ্ছে। অনেকদিন তোমাদের বলেছি। কিন্তু তোমরা কিছু করোনি। তারপরে আমি হস্তক্ষেপ করেছি।’   

এ সময়ে ওই পুলিশ কর্মকর্তা সাফাই দেওয়ার চেষ্টা করলে মমতা বলেন, ‘শোনো যারা দাঙ্গা করে তারা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান কেউ নয়। কোনও কোনও রাজনৈতিক নেতা ইন্ধন দেয়, তাই হয়। সুতরাং এটা তোমাকে কঠোরভাবে দেখতে হবে। তোমার কী কাজ করতে ওখানে ভয় লাগছে? তোমাকে কী গভর্নর (রাজ্যপাল) ফোন টোন করেন? এটা করবে না, ওটা করবে না? এরকম করলেও তুমি এখন বলবে না। তুমি কিন্তু রাজ্য সরকারের কাজ করছ। তুমি তোমার মতো কাজ করবে।’  

মুখ্যমন্ত্রী বলেন, ‘তোমাকে ওখানে ভাল কাজ করবে বলে দিয়েছিলাম। কিন্তু আমি হলদিয়ায় অভিযোগ পেলাম এবং আমাকে বাধ্য হয়ে ২ জনকে গ্রেফতার করে সরাতে হলো। ওরা এক্সাইড, ধানুকা ইন্ডাস্ট্রির কাজে অসুবিধে করছিল। রাজনৈতিক চাপে কাজ করতে অসুবিধে মনে হলে আমাকে সরাসরি বলতে পারো। কেউ বলে দেবে, এটা করবে না, ওটা করবে না, সেটা শুনবে না। তুমি তোমার কাজ করবে।'   

মুখ্যমন্ত্রীর এ ধরণের মন্তব্যের সমালোচনা করে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘প্রশাসন, দল, জনগণ, ভোটার- সকলকে এক ছাদের তলায় নিয়ে এসেছেন আর যা করছেন তা একেবারেই মানুষের সামনে করছেন। পশ্চিমবঙ্গে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, এটাই তার বড় প্রমাণ। মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান। রাজ্যপাল সাংবিধানিক প্রধান। এ রাজ্যের সংবিধানের অস্তিত্ব বিদ্যমান কী না তা বোঝাই যাচ্ছে।’ 

এ প্রসঙ্গে সিপিএম নেতা শমীক লাহিড়ী বলেন, ‘এই সরকার যে মুখ্যমন্ত্রী চালাচ্ছেন, তার কোনও নিয়ম কানুন কিছু মানেন? কিছুই তো মানেন না। তার যদি অফিসারকে কিছু বলার থাকে, সেই অফিসারকে ডেকে বলতে পারেন মুখ্যমন্ত্রী। কিন্তু সমস্ত মিডিয়া ডেকে ট্রায়াল হচ্ছে, এগুলো আসলে কিছুই না, যাতে নিরপেক্ষভাবে কোনও আইএএস, আইপিএস, কোনও সরকারি অফিসার তারা কাজ না করতে পারেন তার সতর্কবার্তা।’ মুখ্যমন্ত্রী প্রশাসনকে দুর্নীতির কাজে ব্যবহার করছেন বলেও সিপিএম নেতা শমীক লাহিড়ী মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।