ইউটিউবভিত্তিক ১৮টি ভারতীয় ও ৪টি পাকিস্তানি চ্যানেল বন্ধ করে দিল ভারত
ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২২টি ইউটিউবভিত্তিক নিউজ চ্যানেল বন্ধ করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে ৪টি পাকিস্তানের। ওই চ্যানেলগুলো জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং জনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ ভুয়া খবর প্রচার করছে বলে অভিযোগ রয়েছে।
মন্ত্রণালয় বলেছে, গত বছরের ফেব্রুয়ারিতে তথ্য প্রযুক্তি বিধি-২০২১ জারি হওয়ার পরে প্রথমবারের মতো ইউটিউবভিত্তিক ভারতীয় চ্যানেলগুলোর বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
হিন্দি গণমাধ্যম ‘দ্য ওয়্যার’ সূত্রে প্রকাশ, একটি অফিসিয়াল বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আইটি নিয়ম ২০২১-এর অধীনে জরুরি ক্ষমতা প্রয়োগ করে ০৪/০৪/২০২২ তারিখে আদেশ জারি করা হয়েছে এবং সেই অনুসারে, ওই ২২টি ইউটিউব চ্যানেল ছাড়াও তিনটি টুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি নিউজ ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই পদক্ষেপের সাথে, মন্ত্রণালয় ২০২১ সালের ডিসেম্বর থেকে জাতীয় নিরাপত্তা, ভারতের একতা ও অখণ্ডতা, জনশৃঙ্খলা ইত্যাদির ভিত্তিতে ৭৮টি ইউটিউবভিত্তিক নিউজ চ্যানেল এবং কিছু অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। কোনো চ্যানেলের নাম না করেই মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি জারি করা আদেশের মাধ্যমে ১৮টি ভারতীয় ও ৪টি পাকিস্তানভিত্তিক ইউটিউব নিউজ চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে।
গত বছরের ডিসেম্বরে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সমন্বিত প্রচেষ্টায়, ‘ভারত-বিরোধী প্রচার’ এবং ভুয়ো খবর ছড়ানোর জন্য ২০ টি ইউটিউব চ্যানেল এবং দু’টি ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দিয়েছিল।
গণমাধ্যম সূত্রে প্রকাশ, গতকাল (মঙ্গলবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, দর্শকদের বিভ্রান্ত করতে পরিচিত নিউজ চ্যানেলের লোগো ও ভুয়ো থাম্বনেল ব্যবহার করা হতো। সেখানে ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর নিয়ে ভুয়ো খবরের মতো দেশবিরোধী একাধিক বিষয়বস্তু তুলে ধরা হতো। কয়েকটি চ্যানেলের সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ ছিল। এমনকি, সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে ভারতকে জুড়ে দিয়ে ভুয়ো তথ্য পরিবেশন করত ওই চ্যানেলগুলো। এই সংক্রান্ত বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছে মন্ত্রণালয়। তার একটির শিরোনামে লেখা রয়েছে, ‘বিশ্বযুদ্ধের ঘোষণা, গোটা ভারত বন্ধ’। অন্য একটিতে বলা হয়েছে, ‘পরমাণু বোমা বিস্ফোরণের ফলে ভারতের মাটি কেঁপে উঠল’। এ ছাড়া, ‘ন্যাটো দেশগুলিকে ভারতের হুমকি’, ‘যুদ্ধে নামল ভারতও, নিকেশ ৮০০ মার্কিন সেনা’, ‘ভারত ও রাশিয়ার উপর মার্কিন বায়ুসেনার হামলা’-এরকম অনেক ভুয়ো, বিভ্রান্তিকর খবরের তালিকা রয়েছে। জনপ্রিয় চ্যানেলের লোগো ও থাম্বনেল ব্যবহার করায় দর্শকরা তা বিশ্বাসও করতেন। বিষয়টি নজরে আসতেই সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করল কেন্দ্রীয় সরকার।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, ব্লক হওয়া ২২টি ইউটিউব চ্যানেলের মোট ভিউ ২৬০ কোটিরও বেশি। এরআগে গত জানুয়ারিতে আইটি বিধি, ২০২১-এর অধীনে প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ভারতের বিরুদ্ধে সমন্বিতভাবে অপপ্রচার ও ভুয়ো খবর ছড়ানো ৩৫টি ইউটিউব চ্যানেল এবং দু’টি ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দিয়েছিল। এ নিয়ে ২০২১ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৭৮টি ইউটিউব চ্যানেল, একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ব্লক করা হল।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।