পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কোলকাতায় বিশিষ্টজনদের প্রতিবাদ মিছিল
(last modified Mon, 01 Aug 2022 13:02:50 GMT )
আগস্ট ০১, ২০২২ ১৯:০২ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কোলকাতায় বিশিষ্টজনদের প্রতিবাদ মিছিল

ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে রাজ্যের রাজধানী কোলকাতায় বিশিষ্টজনদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) বিকেলে কোলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে থেকে শুরু হয় ওই প্রতিবাদ মিছিলটি গান্ধী মূর্তি পর্যন্ত যায়।

আজকের ওই মিছিলে বিশিষ্টজনদের পাশাপাশি সাধারণ মানুষের সাথে মিছিলে শামিল হন পশ্চিমবঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম)পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্রসহ অন্যান্য নেতৃত্ব। বামপন্থিদের অভিযোগ-গত ১১ বছরে রাজ্যের শিক্ষা ও সংস্কৃতির চরম অবনতি হয়েছে। রাজ্য সরকারের স্বৈরাচারী মনোভাব এবং কার্যকলাপ ও শাসক দল তৃণমূলের কোটি কোটি টাকার লুট-প্রতারণার বিরুদ্ধে এই প্রতিবাদ।    

বিশিষ্টজনদের বক্তব্য- আদালতের নির্দেশে কোনও বৈধ নিয়োগ আটকে নেই। আদালত চেষ্টা করছে বঞ্চিত ছেলে-মেয়েরা যাতে চাকরি পায়। তারা দিনের পর দিন পুলিশের লাঠি আর তাড়া খেয়ে চাকরির দাবিতে আন্দোলন করে চলেছেন। সাধারণ মানুষকে সম্পূর্ণ অন্ধকারে রেখে একের পর এক চলেছে শাসকের লুট-প্রতারণা। আকণ্ঠ দুর্নীতিতে ডুবে গেছে একটা গোটা দল। হেঁট হয়ে গিয়েছে এ রাজ্যের মাথা। কিন্তু লজ্জা নেই, অবিরাম সাফাই গেয়ে চলেছেন শাসক দল তৃণমূলের নেতা-কর্মীরা।

রাজ্যে দুর্নীতি প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী ও বামপন্থি নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন,  ‘টাকা নিয়ে স্কুল-কলেজের শিক্ষক নিয়োগ মানেই শিক্ষা ব্যবস্থাকে অপমান করা। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। শুধু তো শিক্ষাক্ষেত্রে নয়, সরকারের বিভিন্ন দফতরে লোক নিয়োগে চরম দুর্নীতির নানা অভিযোগ এসে পৌঁছচ্ছে।যার অর্থ, সঠিক তদন্ত হলে আরও টাকার পাহাড় মিলবে তা নিশ্চিত। এরপর ক্রমশ আরও খবর ফাঁস হবে, আমরা সদা জাগ্রত আছি। বঞ্চিত অসংখ্য সাধারণ মানুষের পাশে আছি।  সংবিধান রক্ষা করা এখন বড় কাজ।’  

গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের রাজ্য সম্পাদক রজত বন্দ্যোপাধ্যায় বলেন,  ‘আমাদের শিক্ষা ব্যবস্থা আক্রান্ত, মূল্যবোধ আক্রান্ত। নেতা-মন্ত্রী-আমলা মিলিয়ে একটা মেশিনারি কাজ করছে লোভ-দুর্নীতি’র রাজনীতিতে। টাকা নিয়ে শিক্ষক নিয়োগ হলে ছাত্র-ছাত্রীদের সামনে কোনোই আদর্শ  থাকবে না। ফলে অবশ হয়ে পড়বে নতুন প্রজন্মের চেতনা ও মূল্যবোধ। আর ফ্যাসিস্টরা এটাই চায়। এর বিরুদ্ধে আমাদের তীব্র  আন্দোলনের মধ্য দিয়ে পাল্টা আঘাত হানতে হবে’ বলেও মন্তব্য করেন রজত বন্দ্যোপাধ্যায়। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ