পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থী গুপ্তচরবৃত্তির দায়ে দিল্লিতে গ্রেফতার
(last modified Mon, 22 Aug 2022 14:49:04 GMT )
আগস্ট ২২, ২০২২ ২০:৪৯ Asia/Dhaka
  • ভাগচাঁদ
    ভাগচাঁদ

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করা এক ব্যক্তিকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। ৪৬ বছর বয়সী ভাগচাঁদ নামে ওই গুপ্তচর একজন হিন্দু উদ্বাস্তু যিনি পাকিস্তান থেকে এসে ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভাগচাঁদকে গ্রেফতার করেছে রাজস্থানের গোয়েন্দারা।

আজ (সোমবার) ‘আজতক’ হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ অভিযুক্ত ব্যক্তি তিন বছর আগে ভারতীয় নাগরিকত্ব নিয়েছিলেন এবং দিল্লিতে থেকে ট্যাক্সি চালাতেন। গোয়েন্দারা তথ্য পেয়েছিল যে অভিযুক্ত ভাগচাঁদ পাকিস্তানি হ্যান্ডলারের সাথে যোগাযোগ করছে এবং দিল্লি থেকে পাকিস্তানে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাচ্ছে।    

এডিজি ইন্টেলিজেন্স উমেশ মিশ্র বলেন,  ওই ব্যক্তি পাকিস্তানি হ্যান্ডলারদের সাথে যোগাযোগ রাখতেন এবং দিল্লির স্পর্শকাতর স্থানগুলোর বিষয়ে পাকিস্তানে তথ্য পাঠাচ্ছিল। গত ১৪ আগস্ট, গুপ্তচরবৃত্তির অভিযোগে নারায়ণ লাল গাদরি নামে এক ব্যক্তিকে রাজস্থানের ভিলওয়াড়া থেকে গ্রেফতার করা হয়েছিল, যার মোবাইল থেকে জানা গিয়েছিল যে দিল্লির সঞ্জয় কলোনির ভাটি মাইনসের বাসিন্দা ভাগচাঁদও তার সাথে জড়িত ছিল।   

ওই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, পাকিস্তানি হ্যান্ডলাররা তার অ্যাকাউন্টে টাকা দিচ্ছিল। গত তিন বছর ধরে সে পাকিস্তানের জন্য গুপ্তচরবৃত্তি করে আসছিল। এবং অটো চালানোর সময় সে দিল্লির বিভিন্ন জায়গার ছবি তুলে পাকিস্তানে পাঠাতো।  গ্রেফতারকৃত আসামি ১৯৯৮ সালে পরিবারসহ ভিসায় ভারতে আসে এবং এখানে কাজ শুরু করে। রাজস্থানের রাজধানী জয়পুরে গোয়েন্দাদের একটি যৌথ দল তাকে জিজ্ঞাসাবাদ করছে। #  

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।