বিজেপির বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অভিযোগ
'ভারতের বিভিন্ন রাজ্যে মাদ্রাসাগুলোকে নিশানা করা হচ্ছে'
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড (এআইএমপিএলবি) বিজেপিশাসিত কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর পক্ষ থেকে মাদ্রাসাগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে। বিজেপি সরকারের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করেছে বোর্ড।
মুসলিম পার্সোনাল ল’বোর্ডের অভিযোগ, বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার মাদ্রাসার পিছনে লেগেছে। হয়রানির শিকার হচ্ছেন মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্টরা। বোর্ডের প্রশ্ন- ‘কেন একই নিয়ম অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মঠ, গুরুকুল এবং ধর্মশালাগুলোতে প্রযোজ্য নয় যা মাদ্রাসায় করা হচ্ছে?’
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি একটি বিবৃতিতে বলেছেন, ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) দ্বারা প্রভাবিত একটি দলের কেন্দ্রীয় সরকার এবং কিছু রাজ্য সরকার সংখ্যালঘুদের প্রতি, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের প্রতি নেতিবাচক মনোভাব গ্রহণ করছে।’
তিনি বলেন, ‘যখন একটি নির্দিষ্ট মতাদর্শ দ্বারা প্রভাবিত একটি দল ক্ষমতায় আসে, তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত যে তাদের দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ এবং সংবিধানের আওতার মধ্যে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে সংসদে এবং অন্যত্র আইনশৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেছেন, কিন্তু তার দলের নেতাদেরই তা মানতে দেখা যাচ্ছে না। বিজেপিশাসিত বিভিন্ন রাজ্য সরকারের মনোভাব বিপরীত। কেউই এই বিষয়ে মনোযোগ দিচ্ছে বলে মনে হচ্ছে না।’
মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানির অভিযোগ- অসম এবং উত্তর প্রদেশের বিজেপি সরকার খুব ছোটখাটো নিয়ম লঙ্ঘনের বিষয়ে মাদ্রাসাগুলোর পিছনে লেগেছে। কোনো কারণ ছাড়াই মাদ্রাসা বন্ধ করা, ভেঙে ফেলা এমনকী মাদ্রাসা ও মসজিদে কর্মরত ব্যক্তিদের সন্ত্রাসী আখ্যা দিয়ে হয়রানি করা হচ্ছে। এমন অনেক ঘটনা সামনে এসেছে বলেও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি মন্তব্য করেছেন। #
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।