'গুজরাটে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পর পশ্চিমবঙ্গে ‘সিএএ’ কার্যকর করা হবে'
https://parstoday.ir/bn/news/india-i115438-'গুজরাটে_শরণার্থীদের_নাগরিকত্ব_দেওয়ার_পর_পশ্চিমবঙ্গে_সিএএ’_কার্যকর_করা_হবে'
ভারতের পশ্চিমবঙ্গের হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বলেছেন, গুজরাটে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করা হবে। তিনি আজ (শুক্রবার) ওই মন্তব্য করেন।  
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ০৪, ২০২২ ১৮:৪৮ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বলেছেন, গুজরাটে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করা হবে। তিনি আজ (শুক্রবার) ওই মন্তব্য করেন।  

এ প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, ‘ভারতে যারা ভোট দেন, যারা এখানে বসবাস করছেন, ভোটাধিকার রয়েছে, যাদের ভোটের দ্বারা আমাদের মতো এমপি-বিধায়ক নির্বাচিত হন, তারা সবাই ভারতের নাগরিক। অন্যথায় শান্তনু ঠাকুর (বিজেপি এমপি) তাহলে অবৈধ সাংসদ (এমপি), আমাদের মত বিধায়করা তাহলে অবৈধ হয়। সেজন্য আমরা যখন বৈধ, তখন ভারতের পশ্চিমবঙ্গের মানুষ যাদের দ্বারা নির্বাচিত হয়ে আমরা বিধায়ক-এমপি নির্বাচিত হই, তারা বৈধ বলেই আমরা বিধায়ক-এমপি হয়েছি।’ 

হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সরাসরি নাম না করে তাকে ‘দিদিমণি’ উল্লেখ করে ‘সিএএ’ সম্পর্কে তাকে দোষারোপ করে গানের মাধ্যমে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, ‘দিদিমণি বলছেন, আমরা সবাই নাগরিক। কিন্তু কতক্ষণ নাগরিক? যতক্ষণ সারা ভারতবর্ষে ‘জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) না হচ্ছে ততক্ষণ নাগরিক। ‘এনআরসি’ হলে দেখা যাবে যারা পালিয়ে এসেছে, আইন অনুসারে তারা কিন্তু ‘অবৈধ অনুপ্রবেশকারী’। ভোটার লিস্টে তাদের নামটা কেটে যাবে। উনি কী চাইছেন যে, রোহিঙ্গারা নাগরিকত্ব পাবে? আল কায়েদা, জামায়াতে ইসলামী যারা পালিয়ে পালিয়ে এসে ভারতের সার্বভৌমত্বকে নষ্ট করতে চাচ্ছে তারা নাগরিকত্ব পাবে? দিদিমণি চাচ্ছে, সিপিএম চাচ্ছে, কংগ্রেস চাচ্ছে ভোটের তাস খেলতে ওরাও নাগরিকত্ব পাক। তাই দিদিমণি বুঝবে কী আর ‘সিএএ’র মমতা!’ 

এ প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, ‘ওকে ওই এলাকার মানুষ কেউ পছন্দ করে না। কথাবার্তা, আচার আচরণ উচ্ছৃঙ্খলের মত, একটা বদ্ধ পাগলের মতো’ বলেও মন্তব্য করেন বিধায়ক বিশ্বজিৎ দাস।   

ভারতে বিজেপিশাসিত গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে সে রাজ্যের আনন্দ এবং মেহসানা জেলায় বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী শরণার্থীদের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের আওতায় ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

নির্বাচনমুখী গুজরাটে ওই ঘোষণার পর রাজ্যের বিজেপি শিবির উল্লসিত হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধিতায় তার পূর্বের কঠোর অবস্থানে অনড় রয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।