আওরঙ্গাবাদ এবং ওসমানাবাদ:
নাম পরিবর্তনের সিদ্ধান্তে তীব্র নিন্দা জানালো ‘মিম’ নেতা ইমতিয়াজ জলিল
-
আওরঙ্গাবাদ
ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ ও ওসমানাবাদ শহরের নাম পরিবর্তন করা হবে। কেন্দ্রীয় সরকার শহর দু’টির নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে। সরকারি ওই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’ নেতা ইমতিয়াজ জলিল এমপি।
মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ‘ছত্রপতি সম্ভাজিনগর’ এবং ওসমানাবাদের নাম পরিবর্তন করে রাখা হবে ‘ধারাশিব’। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তথ্য জানিয়েছেন।
এ প্রসঙ্গে আজ (রোববার) পশ্চিমবঙ্গের ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদক কোলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক রেডিও তেহরানকে বলেন, ‘বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল উন্নয়নের, সুদিনের (‘আচ্ছে দিন’)। বলেছিল প্রতি খেতে জল, প্রতি হাতে কাজ, প্রতি মাথার উপর ছাদ, প্রত্যেক ঘরে বিদ্যুৎ দেওয়া হবে এবং সমস্ত জিনিসের দাম ২৫ শতাংশ কমাবে। কিন্তু তার পরিবর্তে জিনিসের দাম ৫ শতাংশ বেড়ে গেছে! খেতে জল দূরের কথা, কৃষকের আত্মহত্যা বেড়ে গেছে। লোডশেডিং বেড়ে গেছে। আর দারিদ্র্য ভয়ঙ্করভাবে বেড়ে গেছে, বেকারত্ব বেড়েছে। সেই অবস্থায় মানুষকে ভোলাতে একমাত্র ‘ধর্ম’ই ওদের হাতিয়ার। আসলে ধর্ম নয়, ধর্মের নামে অপধর্ম।’

হিন্দুত্ববাদী বিজেপিকে নিশানা করে তিনি আরও বলেন, ‘ওরা যদি হিন্দু ধর্মে বিশ্বাস করতেন তাহলে হিন্দু ধর্মে যে উদারতা তাকে গ্রহণ করতেন। হিন্দু ধর্মে যে বহুত্ববাদী চেহারা আছে, এরা তাকে ‘মনুবাদী’, ‘ব্রাহ্মণ্যবাদী’ চেহারা দেওয়ার চেষ্টা করছেন। এদের ‘নাম বদলের’ যে খেলা, এটা হচ্ছে সম্পূর্ণভাবে মানুষের মনকে ঘোরানো, মানুষের মস্তিষ্ককে অন্যপথে চালিত করা এবং মূল সমস্যাকে ভোলানোর জন্য এটা করছে তারা। আওরঙ্গাবাদের নাম বা লক্ষনৌয়ের নাম পাল্টে দিলেন, বা ইলাহাবাদের নাম পাল্টে দিলেন, এতে কিছু যায় আসে না। এতে ওদের রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় পাওয়া যায়। এটা রাজনৈতিক দেউলিয়াপনা। রাজনৈতিক কাঙালপনা। এই যে অপধর্মীয় প্রয়াস চালানো হচ্ছে ভারতবর্ষে, ভারতবর্ষের যে বহুত্ববাদী সংস্কৃতি, মিশ্র সংস্কৃতি তাকে ধ্বংস করার যে প্রয়াস, মানুষ এটা বেশিদিন মেনে নেবে না’ বলেও মন্তব্য করেন ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদক কোলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাম পরিবর্তনের অনুমোদন পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শিন্ডে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে আন্তরিক ধন্যবাদ। উপমুখ্যমন্ত্রী ফড়নবিস বলেছেন, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সরকার এটি করে দেখিয়েছে। মুখ্যমন্ত্রী শিন্ডের টুইট বার্তায় যুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে প্রকাশ, আওরঙ্গাবাদের নাম ‘ছত্রপতি সম্ভাজিনগর’ এবং ওসমানাবাদকে ‘ধারাশিব’ রাখতে ভারত সরকারের কোনো আপত্তি নেই।
এদিকে, আওরঙ্গাবাদের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’ নেতা ইমতিয়াজ জলিল এমপি শহরের নাম পরিবর্তনের নিন্দা করেছেন। এক টুইট বার্তায় তিনি এর প্রতিবাদে বড় ফ্রন্ট গড়ার কথা বলেছেন। ‘মিম’ নেতা ইমতিয়াজ জলিল বলেছেন, ‘আওরঙ্গাবাদ আমাদের শহর ছিল, ছিল এবং সবসময় আমাদের শহর থাকবে। এবার আওরঙ্গাবাদের জন্য আমাদের শক্তি প্রদর্শনের জন্য অপেক্ষা করুন। আমাদের প্রিয় শহরের জন্য একটি বিশাল ফ্রন্ট খোলা হবে। আমাদের শহরের নামে রাজনীতি করা এই শক্তিগুলোকে (বিজেপি) পরাজিত করতে আওরঙ্গাবাদীরা প্রস্তুত হোন। আমরা এর নিন্দা করি এবং আমরা ওই ইস্যুতে লড়াই করব।
তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘কাঠপুতুল’ হিসেবে বর্ণনা করে বলেন, শিবসেনার বিভক্তি রাজ্যের জনগণের উপর বিরূপ প্রভাব ফেলেছে। ‘মিম’ সংসদ সদস্য ইমতিয়াজ জলিল বলেন, আওরঙ্গাবাদের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজিনগর করলে কী মানুষের সমস্যা এবং বেকারত্বের মতো সমস্যার সমাধান হবে? এখন নাম পরিবর্তন করা হয়েছে, সরকার কী বলবে যে আওরঙ্গাবাদের বাসিন্দারা প্রতিদিন দু’বেলা পানি পাবেন? আজও প্রতি আট দিন অন্তর পানি সরবরাহ করা হয়।’
‘নাম পরিবর্তন করে ইতিহাস বদলাবে না। ভালো হোক বা খারাপ হোক সে একই থাকবে। নাম পরিবর্তন করে ইতিহাসকে বিকৃত করা যায় না’ বলেও ‘মিম’ নেতা ইমতিয়াজ জলিল এমপি মন্তব্য করেছেন।#
পার্সটুডে/এমএএইচ/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।