হাওড়ায় রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে শামিল হওয়া যুবক গ্রেফতার
https://parstoday.ir/bn/news/india-i121508-হাওড়ায়_রামনবমীর_মিছিলে_আগ্নেয়াস্ত্র_নিয়ে_শামিল_হওয়া_যুবক_গ্রেফতার
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুর এলাকায় রামনবমী উৎসবের মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে অংশগ্রহণকারী যুবক সুমিত সাউকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ০৪, ২০২৩ ১৬:৫০ Asia/Dhaka
  • হাওড়ায় রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে শামিল হওয়া যুবক গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুর এলাকায় রামনবমী উৎসবের মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে অংশগ্রহণকারী যুবক সুমিত সাউকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

গত (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের শিবপুরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন। এ সময়ে ৩টি গাড়ি ও বেশ কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা গোলযোগের জেরে তিন পুলিস কর্মীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

বিশেষ করে রামজান মাসে এই সহিংসতার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ও অন্যরা। গত (শুক্রবার) অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রামনবমীর মিছিলের একটি ভিডিও শেয়ার করেন এবং তাতে রিভলবারধারী এক যুবককে দেখা যায়। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমে অবশেষে সুমিত সাউ নামে এক যুবককে গ্রেফতার করতে সমর্থ হয়েছে।

ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। সালকিয়ার শম্ভু হালদার লেনের বাসিন্দা বছর ১৯-এর সুমিত সাউ। সে ঘটনার পরেই, বিহারের মুঙ্গেরে আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল। সোমবার সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র হাতে রাম নবমীর মিছিলে থাকার কথা স্বীকার করেছে অভিযুক্ত যুবক। ইতোমধ্যেই হাওড়ার ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। অভিযুক্তের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।  

এ প্রসঙ্গে আজ (মঙ্গলবার)তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ হিন্দুত্ববাদী বিজেপিকে নিশানা করে বলেন, ‘রামনবমীর মিছিলের নামে অশান্তি সৃষ্টির জন্য হাওড়ার যে মিছিলে বিজেপির যে কর্মীকে হাতে বন্দুক নিয়ে দেখা গিয়েছিল, যেটা বিজেপি অস্বীকার করছে, যেটা বিজপি দায় এড়াতে চাচ্ছিল, সেই সুমিত সাউ ধরা পড়েছে। তাকে গ্রেফতার করেছে হাওড়া পুলিশ মুঙ্গের থেকে। এবং তাকে তুলে দেওয়া হয়েছে ‘সিআইডি’র হাতে। এই সুমিত সাউ স্বীকার করেছে যে সে এসে সেদিন বন্দুক নিয়ে মিছিলে অংশ নিয়েছিল। প্রশ্ন হচ্ছে, তাহলে এই মুঙ্গের বাহিনীকে হাওড়ায় এনে গণ্ডগোল করালো কারা? এই বিজেপি। আমরা যেটা বারবার বলছি এবং বিজেপি  যেটা বারবার অস্বীকার করছে। মুখোশ খুলে গিয়েছে।’

এ নিয়ে আজ বিজেপি নেতা সজল ঘোষ বলেছেন, ‘আমরা এটা শুনেছি যে একজন গ্রেফতার হয়েছে। তার রাজনৈতিক পরিচিতি এখনই আমার কাছে পরিষ্কার নয়,  তাই আমি এখন কিছু বলতে পারব না। আমার প্রশ্ন হল- যাকে এত সহজে মুঙ্গের থেকে ধরে আনতে পারে পুলিশ। তাকে কী করে রিভলবার নিয়ে হাওড়াতে ঘুরতে দেয় হাওড়া সিটি পুলিশ?’ এটিকে সরকারি পৃষ্ঠপোষকতায় দাঙ্গা বলেও মন্তব্য করেছেন বিজেপি নেতা সজল ঘোষ।#

 

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/ ৪

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।