ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকারকে হটানোর ডাক
(last modified Fri, 23 Jun 2023 12:40:14 GMT )
জুন ২৩, ২০২৩ ১৮:৪০ Asia/Dhaka
  • ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকারকে হটানোর ডাক

ভারতের বিহারের রাজধানী পাটনায় বিজেপি বিরোধী জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) বিরোধী নেতাদের ওই বৈঠকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হটানোর ডাক দেওয়া হয়েছে।

আজ পাটনায় ১৫টি বিরোধী দলের সংহতি সভায় মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান, এমকে স্টালিন সহ ছয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং  অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, মেহবুবা মুফতিসহ ৫ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ  নেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি  মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। বৈঠকে ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয়।  

এই বৈঠকে বিরোধী দলের নেতাদের পারস্পরিক মত বিরোধের কথাও উঁঠে আসে। জানা গেছে, এ সময়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সমস্ত দলকে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক অধ্যাদেশের বিরোধিতা করতে বলেন। তখন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ কেজরিওয়ালকে সেই সময়ের কথা মনে করিয়ে দেন যখন তিনি  ৩৭০ ধারা অপসারণের সময় তাদের সমর্থন করেননি।  

এদিকে, পাটনায় বিরোধী বিভিন্ন দলের বৈঠক প্রসঙ্গে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, পরিষ্কার করে শুনুন। পশ্চিমবঙ্গে কংগ্রেস কখনও মমতার পক্ষে রাজনীতি করেনি এবং করবেও না। তৃণমূল কংগ্রেস চোরের দল বলেও কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি।

পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এমপি বিরোধীদের বৈঠক প্রসঙ্গে কটাক্ষ করে বলেছেন, এটা জোট নয়, ঘোঁট করার চেষ্টা হচ্ছে। সবার ধান্দা হচ্ছে নিজের পরিবার বাঁচাও। এগুলো সব পরিবার বাঁচাও পার্টি। পিসিকে (মমতা) তার ভাইপোকে (অভিষেক) বাঁচাতে হবে। লালুকে তার ছেলেকে বাঁচাতে হবে। এমন পরিবারগুলো সব একসাথে হয়েছে। এগুলো পারিবারিক পার্টি। তারা চেষ্টা করছে প্রধানমন্ত্রী হওয়ার। নিজেরা আগে ঠিক করুন নিজেদের নেতাটা কে? নীতিশ কুমার প্রধানমন্ত্রী হবেন,  মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন, অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী হবেন, না কী সোনিয়া গান্ধীর ছেলে প্রধানমন্ত্রী হবেন? আগে প্রধানমন্ত্রীর মুখটা তো ঠিক করুন নিজেরা। নিজেরাই নিজেদের নেতা মানতে চাচ্ছেন না কেউ, তাহকে কী ভাবে হবে?’  

বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ এমপি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মাঠে  নামাবার অর্থাৎ জলে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। গতবার দিদিকে প্রধানমন্ত্রী করব বলে হাওয়া দিয়ে সবাই নামিয়েছিল। দিদি, ‘মোদী হটাও দেশ বাঁচাও’ শ্লোগান তোলায় ওনার ১২ টা সিট  কমে গিয়েছিল। মমতা যদি গতবারের মত ভুল করেন এবার আরও একডজন আসন কমবে বলেও মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

আজ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একনায়কতন্ত্র চালাচ্ছে বিজেপি। বিরোধীদের মুখ বন্ধ করার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৩