মণিপুর ইস্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আসছে নিন্দা প্রস্তাব, কোলকাতায় ‘জয়হিন্দ বাহিনী’র প্রতিবাদ মিছিল
ভারতে বিজেপিশাসিত মণিপুরে সহিংসতার প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব আনা হচ্ছে। অন্যদিকে, আজ ওই ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় তৃণমূলের ‘জয়হিন্দ বাহিনী’র প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গণমাধ্যমকে বলেন, বিজনেস অ্যাডভাইসরি (বিএ) কমিটির বৈঠকের পরে নিন্দা প্রস্তাব আনা হবে। জানা গেছে, আগামী বুধবার বিএ কমিটির বৈঠক হবে। সেখানেই ঠিক হবে কবে এই নিন্দা প্রস্তাব আনা হবে।
রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ বলেন, ‘মণিপুর নিয়ে খুব শিগগিরি বিধানসভায় একটা প্রস্তাব আসবে। সারা দেশের সঙ্গে আমরা খুব দুঃখিত। সেখানে মেয়েদের উপরে যে ধরণের অত্যাচার চলছে, শিশুদের উপরে অত্যাচার চলছে, এটা খুব দুর্ভাগ্যের বিষয়। ভারতবর্ষের সভ্যতা ৪ হাজার বছরের পুরনো সভ্যতা। সেই দেশে এ ধরণের অত্যাচার চলছে। কেন্দ্রীয় সরকারের ভূমিকা এই বিষয়ে অত্যন্ত দুর্ভাগ্যজনক ! প্রধানমন্ত্রী সব বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দেশের বাইরে যেয়ে দেশের জন্য কথা বলেন। কিন্তু দেশের একটা রাজ্যে মহিলাদের উপরে অত্যাচার চলছে। নারী নির্যাতনের ঘটনা যেকোনো ভারতীয়ের কাছে লজ্জার এবং বেদনার।’
অন্যদিকে, আজ (সোমবার) মণিপুর ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূলের জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে কোলকাতায় প্রতিবাদ মিছিল করা হয়েছে। ওই মিছিলে ‘মণিপুরের নারী নির্যাতনের ঘটনা সমাজের লজ্জা, ধিক্কার ধিক্কার, বিজেপি সরকার’ লেখা শীর্ষক ব্যানার বহন করা হয়। মিছিলে রাজ্যের মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও অন্য বিশিষ্ট ব্যক্তি শামিল হন।
এ প্রসঙ্গে আজ তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্ত্তিক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মণিপুরের ঘটনা নারী নির্যাতনসহ ওখানকার প্রায় ১৫০/২০০ মানুষ মারা গেল। এবং আড়াই মাস ধরে দীর্ঘ জাতিদাঙ্গা চলছে। প্রধানমন্ত্রী চুপ! রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত নারীর সম্মান বাঁচানোর জন্য। কারণ, তাদের হাতে নারীরা নিরাপদ নয়। এটা মণিপুরের ঘটনায় প্রমাণিত। সেজন্যই আমরা পথে নেমেছি যাতে তাদের টনক নড়ে। যারা ঘুমিয়ে আছে, সেই হীরক রাজার দেশের রাজারা তারা যেন মানুষের কথা ভাবে’ বলেও মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্ত্তিক বন্দ্যোপাধ্যায়।
বিজেপিশাসিত মণিপুরে মেইতেই সম্প্রদায়কে ‘তপসিলি উপজাতি’র মর্যাদা দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে কুকি এবং অন্যান্য উপজাতি সংগঠন যৌথভাবে মাঠে নামায় গত ৩ মে থেকে সহিংসতা চলছে। এ পর্যন্ত কমপক্ষে দু’শো মানুষ নিহত এবং ৫০ হাজারের বেশি গৃহহীন হয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি সেখানে ২ নারীকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো এবং ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি ও নিন্দার ঝড় চলছে। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।