ধর্মস্থান আক্রান্ত ও অপমানিত হওয়ার অভিযোগে
অনির্দিষ্টকালের জন্য ধর্না-অবস্থানে বসলেন ফুরফুরা শরীফে পীরজাদারা
-
পীরজাদা সাফেরি সিদ্দিকি
পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফে পীরাজাদারা আক্রান্ত হওয়ার অভিযোগে আজ থেকে ফুরফুরা শরীফের পীরজাদারা অনির্দিষ্টকালের জন্য ধর্না-অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ (শুক্রবার) থেকে শুরু হওয়া ওই কর্মসূচি শিগগিরি পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় পালন করা হবে বলে জানিয়েছেন পীরজাদা সাফেরি সিদ্দিকি। এ সম্পর্কে আজ পীরজাদা সাফেরি সিদ্দিকি বুলেন, ‘ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব ও পীরজাদাদের ডাকে ধর্মীয় স্থান অপমানিত ও লাঞ্ছিত হয়েছে পুলিশের হাতে। এর বিরুদ্ধে আমরা অবস্থান-বিক্ষোভ করছি। সকলেই জানেন গতকাল ফুরফুরা দরবার শরীফে পুলিশ প্রশাসনের হাতে এবং সরকারি কর্মকর্তাদের ইন্ধনে পীর পরিবারের উপরে হামলা করা হয়েছে। পীরজাদা ও পীর সাহেবদের উপরে হামলা করা হয়েছে। ’
তিনি বলেন, ‘ফুরফুরা দরবার শরীফ ভারতের একটা দ্বিতীয় তীর্থভূমি, একটা ঐতিহাসিক জায়গা। এই জায়গার মান-সম্মান ইজ্জত পুলিশ প্রশাসনের হাতে নষ্ট হয়েছে। আমরা এরই প্রতিবাদে আজকে অবস্থান-বিক্ষোভ করছি অনির্দিষ্টকালের জন্য। যতদিন না পর্যন্ত মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী এবং যে পুলিশের দ্বারা ফুরফুরা দরবার শরীফ লাঞ্ছিত হয়েছে, দরবার অপমানিত হয়েছে। এবং তার সাথে সাথে পীর পরিবারের উপর আক্রমণ হয়েছে, পীরজাদারা আক্রান্ত হয়েছে। সেই পুলিশ প্রশাসন যতক্ষণ না পর্যন্ত পীর সাহেবদের কাছে ক্ষমা চাচ্ছেন ততদিন আমাদের এই অবস্থান-বিক্ষোভ চলবে। শুধু ফুরফুরা দরবার শরীফে নয়, আমরা দিন দশেকের মধ্যেই এই অবস্থান-বিক্ষোভ কোলকাতার মাটিতেও নিয়ে যাচ্ছি’ বলেও মন্তব্য করেন পীরজাদা সাফেরি সিদ্দিকি।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ফুরফুরায় পঞ্চায়েত বোর্ড গঠন করাকে কেন্দ্র করে গতকাল (বৃহস্পতিবার) ব্যাপক গোলযোগের সৃষ্টি হয়। বিধায়ক ও পীরজাদা নওশাদ সিদ্দিকির অভিযোগ- তার বাড়িতে পুলিশ ভাঙচুর চালিয়েছে। ওই ইস্যুতে এবার শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়ে মাঠে নেমেছেন ফুরফুরা শরীফের পীরজাদারা।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।