'আমরা হিন্দু-মুসলিম সবাই একসাথে থাকি, আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই'
https://parstoday.ir/bn/news/india-i126746-'আমরা_হিন্দু_মুসলিম_সবাই_একসাথে_থাকি_আমাদের_মধ্যে_কোনও_ভেদাভেদ_নেই'
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা হিন্দু-মুসলিম, জৈন, পার্সি সবাই একসাথে থাকি, আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই। আমরা সদ্ভাব বজায় রেখে চলি। তিনি আজ (শনিবার) এক বার্তায় ওই মন্তব্য করেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
আগস্ট ১২, ২০২৩ ১৯:০৫ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যা
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা হিন্দু-মুসলিম, জৈন, পার্সি সবাই একসাথে থাকি, আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই। আমরা সদ্ভাব বজায় রেখে চলি। তিনি আজ (শনিবার) এক বার্তায় ওই মন্তব্য করেন।

মমতা এ সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন, ‘আপনাদের কাজ মণিপুরের মতো জাতিদাঙ্গা লাগানো, আপনাদের কাজ দার্জিলিংকে টুকরো করা, আপনাদের কাজ উত্তরবঙ্গকে টুকরো করা, আপনাদের কাজ জঙ্গলমহলে আগুন জ্বালানো। এই আগুন আমরা জ্বালাতে দেবো না। প্রয়োজনে আমার শরীরের উপর দিয়ে আপনাকে আগুন জ্বালাতে হবে। তবেই আপনাকে এসব নোংরা খেলা, দাঙ্গার খেলা করতে দেওয়া হবে।’  

মমতা বলেন, ‘ টাকা দেন না, পয়সা দেন না, ভালোবাসা দেন না, স্নেহ দেন না, আবেগ দেন না। কোথায় আপনার গণতন্ত্র? অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে মমতা বলেন, ‘ইউনিফর্ম সিভিল কোড’। একদম হবে না ‘ইউনিফর্ম সিভিল কোড’। ‘এনআরসি’ (জাতীয় নাগরিক পঞ্জি) যেমন আমরা আটকেছি, ‘ক্যা’/’সিএএ’ (সংশোধিত নাগরিকত্ব আইন) ‘ইউনিফর্ম সিভিল কোড’ও আমরা আটকাবো। তার কারণ,  আপনাদের মনে রাখতে হবে, এ দেশটা বড় দেশ। সবরকম বৈচিত্রের মধ্যেই আমাদের একতা। হিন্দুদের মধ্যেও অনেক সাব-কাস্ট আছে। মুসলিমদের মধ্যেও অনেক সাব-কাস্ট আছে। আদিবাসী, খ্রিস্টানদের মধ্যেও আছে। দলিতদের মধ্যেও আছে। কখনো এগুলো চিন্তা করে দেখেছেন? কারও সাথে কোনও বিষয়ে আলোচনা করেন? কিচ্ছু করেন না। চুপচাপ বসে থাকেন, আর দূরদর্শনকে (সরকারি  টেলিভিশন সংস্থা) মোদীদর্শন করে দিয়ে ‘মন কী বাত’ থেকে শুরু করে বিজেপির কথা বলেন। বিজেপির যে চোর ডাকাতগুলো পুষেছেন বিজেপির ওয়াশিং মেশিনে গেলেই তারা সাদা হয়ে যাচ্ছে। চোর-ডাকাতগুলো বসে আছে বিজেপি পার্টিতে। সবচেয়ে বড় কথা মহিলাদের উপর অত্যাচার আজ এত বেড়ে গেছে দেশে যা কোনও দিনও হয়নি। তাই আপনাকে বলি আগে নিজের রাজ্যগুলো (বিজেপিশাসিত রাজ্য) সামলান। বাংলা শান্তিতে চলছে, শান্তিতে থাকতে দিন।’ আগামীতে আপনাকে আমরা চেয়ার থেকে সরাবো। ‘ইন্ডিয়া জোট’ চাচ্ছে বিজেপি তুমি চেয়ার ছাড়ো বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।         

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১২          

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।