১৪ আগস্ট অনুষ্ঠিত হবে ভারত-চীনের কমান্ডার স্তরের কর্মকর্তাদের বৈঠক   
https://parstoday.ir/bn/news/india-i126768-১৪_আগস্ট_অনুষ্ঠিত_হবে_ভারত_চীনের_কমান্ডার_স্তরের_কর্মকর্তাদের_বৈঠক
ভারত ও চীনের মধ্যে কমান্ডার পর্যায়ে ১৯ তম দফা আলোচনা হবে আগামী ১৪ আগস্ট (সোমবার)। এ সময়ে, লাদাখের সাথে পূর্ব সীমান্তে অচলাবস্থার অবসান ঘটাতে উভয় দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৩, ২০২৩ ১৪:২১ Asia/Dhaka
  • ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে ভারত-চীনের কমান্ডার স্তরের কর্মকর্তাদের বৈঠক   

ভারত ও চীনের মধ্যে কমান্ডার পর্যায়ে ১৯ তম দফা আলোচনা হবে আগামী ১৪ আগস্ট (সোমবার)। এ সময়ে, লাদাখের সাথে পূর্ব সীমান্তে অচলাবস্থার অবসান ঘটাতে উভয় দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ বৈঠকে উপস্থিত থাকার কথা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মূল বৈঠকের পাশাপাশি একটি পার্শ্ব বৈঠকও করতে পারেন ভারত এবং চীনা রাষ্ট্রপ্রধান। তার আগেই নয়াদিল্লি এবং বেজিং সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে দ্বিপক্ষীয় সম্পর্ককে মজবুত করতে চাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে দু’দেশের মধ্যে ১৮ দফা কমান্ডার পর্যায়ের আলোচনা হয়েছে। ১৯  তম দফা আলোচনা পূর্ব লাদাখ সেক্টরে চুশুল-মোল্ডো এলাকায় অনুষ্ঠিত হবে।   ভারতের পক্ষ থেকে কোর কমান্ডার পর্যায়ের বৈঠকের আয়োজন করা হচ্ছে। চার  মাস আগে ওই ইস্যুতে ১৮তম দফা বৈঠক হলেও উল্লেখযোগ্য কোনো ফল হয়নি।  শীর্ষ-স্তরের সামরিক আলোচনায় ভারত পূর্ব লাদাখের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডেপসাং এবং ডেমচোক এলাকা থেকে সেনা প্রত্যাহার করার উপর জোর দিতে পারে।

চীন গত কয়েক মাস ধরে ডেপসাং সমভূমি এলাকায় ভারতীয় টহল বন্ধ করে দিয়েছে। চীন বরাবরই ডেপসাং এবং চার্ডিং নিংলুং নালা (সিএনএন) থেকে সেনা প্রত্যাহারের দাবি প্রত্যাখ্যান করে আসছে। এখন দেখার বিষয় সামরিক  কর্মকর্তাদের মধ্যে বৈঠকে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অপসারণের ভারতের প্রস্তাবে চীন কী প্রতিক্রিয়া জানায়। চীনের সাথে বৈঠকে ভারতের  প্রতিনিধিত্ব করবেন ১৪-কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রশিম বালি। এর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ‘আইটিবিপি’র কর্মকর্তারাও উপস্থিত থাকবেন  বলে জানা গেছে। অন্যদিকে,  চীনের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন দক্ষিণ জিনজিয়াং সামরিক জেলা প্রধান। 

এর আগে গত জুলাইতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেন, সীমান্তে শান্তি ফিরলে ভারত-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হবে। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় ‘ব্রিকস’ গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের ১৩ তম বৈঠকের সময় পার্শ্ববৈঠকে মিলিত হন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি একটি বিবৃতি বলা হয়, ওয়াং ইকে ডোভাল বলেছেন,  ‘২০২০ সাল থেকে ভারত-চীন সীমান্তের পশ্চিম ফ্রন্টে প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি দু’দেশের মধ্যে বিশ্বাসে ফাটল ধরিয়েছে। ভারত-চীন সম্পর্ক ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে।’    

প্রসঙ্গত, প্যাংগং লেক এলাকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে সহিংস সংঘর্ষের পর ২০২০ সালের ৫ মে থেকে পূর্ব লাদাখ সীমান্তে অচলাবস্থা শুরু হয়। ২০২০ সালের জুনে  গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষের পর, দু’দেশের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/১৩          

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।