এখন গণতন্ত্র রক্ষা করা এবং সংবিধান বাঁচানোর সময়: মল্লিকার্জুন খাড়গে
https://parstoday.ir/bn/news/india-i128460-এখন_গণতন্ত্র_রক্ষা_করা_এবং_সংবিধান_বাঁচানোর_সময়_মল্লিকার্জুন_খাড়গে
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে দেশে গণতন্ত্র ও সংবিধান রক্ষার উপর জোর দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১৮:৪১ Asia/Dhaka
  • ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে
    ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে দেশে গণতন্ত্র ও সংবিধান রক্ষার উপর জোর দিয়েছেন।

তিনি আজ (শনিবার) রাজস্থানে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন।  তিনি বলেন, এখন দেশ গড়ার সময়, গণতন্ত্র রক্ষা করা এবং সংবিধান বাঁচানোর সময়। এ জন্য আমাদের সকলকে জেগে উঠতে হবে। আমরা বিজেপি এবং মোদির বিরুদ্ধে  যে লড়াই করছি তা গোটা দেশের ১৪০ কোটি মানুষের অধিকার রক্ষার জন্য।

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের চাপে রাখতে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলোর অপব্যবহারের অভিযোগে সোচ্চার হন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা শুধু বিজেপি প্রার্থীর বিরুদ্ধে লড়ছি না। মোদীজি আমাদের  বিরুদ্ধে অনেক প্রার্থী দেন। একজন প্রার্থী বিজেপির, দ্বিতীয় প্রার্থী ‘ইডি’ থেকে, তৃতীয় প্রার্থী ‘সিবিআই’ এবং চতুর্থ প্রার্থী ‘আইটি’ থেকে। এসবকে পরাজিত করেই আমাদের জিততে হবে।’

নয়া সংসদ ভবনের ভিত্তি স্থাপন এবং তার উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয় বিজেপির বিরুদ্ধে জাতপাত সংক্রান্ত ভেদাভেদের অভিযোগ করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

তিনি আজ বলেন, কংগ্রেসে প্রত্যেকটি সম্প্রদায়ের লোক রয়েছে।  কিন্তু বিজেপি  কাউকে সামনে আসতে দেয় না। এমনকী নয়া সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও আমন্ত্রণ জানায়নি। রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালেন না কেন? আপনারা রাষ্ট্রপতিকে অপমান করছেন।  তার অভিযোগ- ‘আদিবাসী’ হওয়ায়  তাকে আমন্ত্রণ জানানো হয়নি। খাড়গে বলেন, এমনকী যখন নয়া সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, তখনও তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ  কোবিন্দকে ডাকা হয়নি। কারণ তিনি 'অস্পৃশ্য'। কোনো 'অস্পৃশ্য'র হাতে ভিত্তি স্থাপন করলে তা 'গঙ্গাজল' দিয়ে ধুয়ে ফেলতে হবে বলেও কটাক্ষ করেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।#      

 

পার্সটুডে/এমএএইচ/২৩     

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।