দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের প্রতিবাদ সমাবেশ, বিজেপিকে ক্ষমতাচ্যুত করার অঙ্গীকার
https://parstoday.ir/bn/news/india-i132418-দিল্লিতে_ইন্ডিয়া’_জোটের_প্রতিবাদ_সমাবেশ_বিজেপিকে_ক্ষমতাচ্যুত_করার_অঙ্গীকার
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আজ বিজেপি বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা I.N.D.I.A. জোটের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
ডিসেম্বর ২২, ২০২৩ ১৯:২৫ Asia/Dhaka
  • দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের প্রতিবাদ সমাবেশ, বিজেপিকে ক্ষমতাচ্যুত করার অঙ্গীকার

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আজ বিজেপি বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা I.N.D.I.A. জোটের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ে বিরোধী নেতারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করাসহ দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। সমাবেশে সংসদের উভয়কক্ষ রাজ্যসভা ও লোকসভা থেকে বিরোধী দলের ১৪৬ জন এমপিকে সংসদের শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করার প্রতিবাদ জানানো হয়েছে। বিরোধী নেতাদের অভিযোগ- সংসদ থেকে বিরোধী দলের এমপিদের সাসপেন্ড করে বিভিন্ন  আইন পাস করা হয়েছে।

ওই সমাবেশে প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করেছেন। খাড়গে বলেন, মোদীজি এবং অমিত শাহজি দেশের গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করার  উদ্যোগ নিয়েছেন। এই লোকেরা দলিত, শ্রমিক, মহিলা এবং কৃষকদের পিষে ফেলার করার জন্য কাজ করছে। তাই দেশকে বাঁচাতে আমরা I.N.D.I.A. জোট গঠন করেছি। 

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপিকে টার্গেট করে আরও বলেন, আমাদের সংবিধানে প্রত্যেকেরই বাকস্বাধীনতা ও অধিকার রয়েছে। আমরা এই স্বাধীনতা পেয়েছি জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, ড. আম্বেদকরের কাছ থেকে। তারা আমাদের এই স্বাধীনতা দিয়েছেন। আপনাদের পরিবারের কেউ ছিল না স্বাধীনতা দেওয়ার। কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি ওই প্রতিবাদ সভায় বলেন, এই লড়াই ঘৃণা আর ভালোবাসার মধ্যে। আমরা ঘৃণার বাজারে ভালোবাসার  দোকান খুলছি। বিজেপি যত বেশি ঘৃণা ছড়াবে, I.N.D.I.A. জোট ততই ভালবাসা ছড়াবে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজ্যসভার এমপি রণদীপ সিং সূর্যেওয়ালা দেশের গণতন্ত্র হুমকির মুখে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশের সংসদে জনগণকে আওয়াজ তুলতে না দিলে সংসদের দরকার কী? মোদি সরকার দেশের সংবিধানকে শ্বাসরোধ করছে। আজ ভারতের গণতন্ত্র হুমকির মুখে। এমন পরিস্থিতিতে ভারত জোট চুপ করে থাকবে না, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের মানুষের জন্য লড়াই করব।’

সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, আজ দেশের সংবিধান বিপন্ন। তিনি বলেন, আমরা সমবেত হয়েছি এবং আমরা এই সংবিধান রক্ষা করব। বর্তমান সরকার সংবিধানের মেরুদণ্ড ভেঙে ফেলছে। আগামী নির্বাচনে আমরা ২৮টি দল একসঙ্গে লড়াই করে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেবো।  

বিজেপিকে টার্গেট করে তিনি আরও বলেন, ‘প্রায় দেড়শো এমপিকে সাসপেন্ড করার কথা ইতিহাসে কখনো শুনিনি। এবং এভাবে সাসপেন্ড করার উদ্দেশ্য হল, আগামীবার যদি ওরা জিতে আসে তাহলে সংসদও থাকবে কী থাকবে না তা নিয়ে প্রশ্ন চিহ্ন আছে। গণতন্ত্রকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, সেজন্য বর্তমানে যারা সরকারে রয়েছে, বিজেপির যে সরকার রয়েছে এই বিজেপিকে অবশ্যই ক্ষমতা থেকে ও সরকার থেকে দূরে রাখতে হবে, তবেই আমরা ভারতকে রক্ষা করতে পারব।’   

আরজেডি নেতা মনোজ ঝা এমপি’র মতে দেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এখন গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে হবে। প্রধানমন্ত্রীকে টার্গেট করে তিনি বলেন, উনি (প্রধানমন্ত্রী মোদী) যখন বিদেশে যান, তখন তিনি ছাতি ঠুকে বলেন যে তিনি 'গণতন্ত্রের মা' থেকে এসেছেন, এখন কী ছাতি ঠুকবেন পিএম সাহেব?  

দিল্লির যন্তর মন্তরে ওই প্রতিবাদ সমাবেশে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি, সংসদের নিম্নকক্ষ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, ‘এনসিপি’ প্রধান শরদ পাওয়ার, সিপিআই’র সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিসহ অন্য দলের নেতারা শামিল হন। #

     

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২১      

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।