২২ জানুয়ারির পর ভারত আমূল বদলেও যেতে পারে: কৌশিক সেন
https://parstoday.ir/bn/news/india-i133442
পশ্চিমবঙ্গের বিশিষ্ট অভিনেতা কৌশিক সেন আশঙ্কা প্রকাশ করেছেন ২২ জানুয়ারির পর ভারতবর্ষ আমূল বদলে যেতে পারে। আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় বহুলালোচিত রাম মন্দিরের প্রতিষ্ঠা কর্মসূচি প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ১৭, ২০২৪ ১৮:১৫ Asia/Dhaka
  •  ২২ জানুয়ারির পর ভারত আমূল বদলেও যেতে পারে:  কৌশিক সেন

পশ্চিমবঙ্গের বিশিষ্ট অভিনেতা কৌশিক সেন আশঙ্কা প্রকাশ করেছেন ২২ জানুয়ারির পর ভারতবর্ষ আমূল বদলে যেতে পারে। আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় বহুলালোচিত রাম মন্দিরের প্রতিষ্ঠা কর্মসূচি প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন।

রাম মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পূর্ণ রাজনৈতিক এবং এর সঙ্গে ভক্তি ও ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা একেবারেই একটা রাজনৈতিক শক্তি প্রদর্শন বলেও মন্তব্য করেছেন অভিনেতা কৌশিক সেন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশিষ্ট সমাজকর্মী ও অভিনেতা কৌশিক সেন বলেন, আপনারা জানেন যে যখন কোনো সঙ্কট তৈরি হয়, সেই সঙ্কটের বিরুদ্ধে প্রতিরোধও তৈরি হয়। ফ্যাসিবাদ বিরোধী একটা গণসংগঠন মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন গণসংগঠন আছে। এতে আমার মতো প্রচুর ব্যক্তি মানুষও আছেন, যারা ২২ জানুয়ারি একটি মহামিছিলের ডাক দিয়েছে।

কৌশিক সেন বলেন, ‘আমরা জানি যে, ২২ তারিখে ভারতবর্ষের একটা অন্যরকম চেহারা তৈরি হবে। এবং হয়তো বা যে ভারতবর্ষকে আমি চিনি, আপনি চেনেন, আমরা চিনি, সেই ভারতবর্ষটা আমূল বদলেও যেতে পারে। কেউ বলতে পারি না সামনে লোকসভা নির্বাচনের আগে আর কী কী ঘটবে। রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যার পিছনে ভক্তিও নেই, যার পিছনে হিন্দুত্বও নেই, যার পিছনে এমনকী রামও নেই, সেরকম একটা পরিস্থিতি তৈরি করে একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, যার উদ্দেশ্যে পুরোপুরি রাজনৈতিক। এটার সঙ্গে ভক্তি এবং ধর্মের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। এটা একেবারেই একটা রাজনৈতিক শক্তি প্রদর্শন। তার বিরুদ্ধে ২২ জানুয়রি কোলকাতায় মহামিছিল অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, উগ্রহিন্দুত্ববাদী আরএসএস-বিজেপিকে প্রতিহত করতে আগামী ২২ জানুয়ারি ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলনের ব্যানারে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মহামিছিল ও ওইদিন বিকেলে নেতাজী ইনডোর স্টেডিয়ামে জনসভার ডাক দেওয়া হয়েছে। এতে বিশিষ্ট ব্যক্তিরা শামিল হবেন বলে জানা গেছে। একইসঙ্গে ২৩/২৫ জানুয়ারি ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।#

      

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।