বিহার, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে সহিংসতা: পুলিশ মোতায়েন
https://parstoday.ir/bn/news/india-i133664-বিহার_তেলেঙ্গানা_ও_মহারাষ্ট্রে_সহিংসতা_পুলিশ_মোতায়েন
ভারতের বিহার, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে সহিংস ঘটনা ঘটেছে। বিহারের জামুইতে সহিংসতার খবর পাওয়া গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৪ ১৭:০০ Asia/Dhaka
  • বিহার, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে সহিংসতা: পুলিশ মোতায়েন

ভারতের বিহার, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে সহিংস ঘটনা ঘটেছে। বিহারের জামুইতে সহিংসতার খবর পাওয়া গেছে।

সাংথু গ্রামে একটি শোভাযাত্রায় ধর্মীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও  গ্রামে প্রচুর পুলিশ বাহিনী এবং কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।  

জানা গেছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গতকাল (সোমবার) সাংথু গ্রামে একটি মিছিল বের করা হয়। এ সময়ে এক সম্প্রদায়ের লোকজন এতে বাধা সৃষ্টি করলে সংঘর্ষ হয়। এরফলে চিঙ্কু কুমার, অমিত কুমার কুশওয়াহা ও সানি কুমারসহ কয়েকজন আহত হন। সহিংসতার মধ্যে একটি মোটরবাইক এবং একটি ডিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে গ্রামটিতে উত্তেজনা রয়েছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় গ্রামে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

গ্রামের লোকজন জানায়, ক্রিকেট খেলার সময়ে একটি বিশেষ সম্প্রদায়ের লোকজন বিদ্যুতের খুঁটিতে পতাকা বাঁধা এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন গান বাজতে নিষেধ করে। এর প্রতিবাদ করলে তাদের অবরুদ্ধ করা হয়। খবর পেয়ে গ্রামে পুলিশ মোতায়েন করা হলেও পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের হটিয়ে দেয় বলে গ্রামবাসীদের অভিযোগ।   

পুলিশের ডিএসপি অভিষেক কুমার সিং বলেন, কোনও বিষয় নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে ছোটখাটো সংঘর্ষের খবরে গ্রামে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্রামে বিরাজমান উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ নজর রাখছে। গ্রামবাসীদের সংযম এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য আবেদন করা হয়েছে। 

এদিকে, সোমবার গভীর রাতে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডির হাথনুরা গ্রামে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ শুরু হয়। বলা হচ্ছে, অযোধ্যায় রামলালার পুজো উপলক্ষে এক পক্ষ মিছিল বের করে। এ সময়ে অপর পক্ষের এক ফল বিক্রেতার দোকানে আগুন দেয়া হয়। এর পরে সাঙ্গারেডির কোদাঙ্গালে কোশগি জামে মসজিদ ও নরসাপুরের দৌলতাবাদ এলাকায় পরিস্থিতি খারাপ হয়। গোলযোগের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। 

অন্যদিকে, রোববার রাতে মহারাষ্ট্রের মুম্বাই লাগোয়া থানের মীরা রোডের নয়া নগরে অশান্তির সৃষ্টি হয়। আজও ওই এলাকায় ভারী পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। মীরা রোডের নয়া নগরের দিকে যাওয়ার সমস্ত রাস্তা পুলিশ অবরুদ্ধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন পুলিশ কমিশনার, অতিরিক্ত কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা গেছে, রোববার রাতে গেরুয়া পতাকাবাহী গাড়িতে পাথর নিক্ষেপ করে কিছু মানুষ। ওই ঘটনায় কয়েকজন আহত হন। পুলিশ এ ব্যাপারে কমপক্ষে ২০ জনকে গ্রেফতার করে তদন্ত চালাচ্ছে। অতিরিক্ত পুলিশ কমিশনার শ্রীকান্ত পাঠক বলেন, শহরের বাসিন্দাদের গুজবে কান দেওয়া উচিত নয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে, যারা দোষী তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৩