ওরা দিল্লির দয়ায় রাজনীতি করে; বাংলাকে ভালোবাসে না: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i134628-ওরা_দিল্লির_দয়ায়_রাজনীতি_করে_বাংলাকে_ভালোবাসে_না_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ড, জাতীয় নাগরিক পঞ্জি, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা) ইত্যাদি ইস্যুতে জনসাধারণকে সতর্ক করেছেন। একইসঙ্গে এসব ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও বিজেপির তীব্র সমালোচনা করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১৭:১৬ Asia/Dhaka
  • ওরা দিল্লির দয়ায় রাজনীতি করে; বাংলাকে ভালোবাসে না: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ড, জাতীয় নাগরিক পঞ্জি, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা) ইত্যাদি ইস্যুতে জনসাধারণকে সতর্ক করেছেন। একইসঙ্গে এসব ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও বিজেপির তীব্র সমালোচনা করেছেন।

মুখ্যমন্ত্রী আজ (রোববার) বীরভূম জেলার সিউড়িতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিসেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে বলেন, দাঙ্গা নয় শান্তি চাই। ‘এনআরসি’ নয়, বাঁচতে চাই। ‘ক্যা’ নয়, আমার অধিকার চাই, নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। রাজ্যের বিজেপি নেতাদের টার্গেট করে মমতা তাদের ‘শূন্য কলসি’ বলে কটাক্ষ করার পাশাপাশি তারা দিল্লির দয়ায় রাজনীতি করে এবং বাংলাকে ভালোবাসে না বলে মন্তব্য করেন। তিনি বলেন, এরা হচ্ছে শূন্য কলসি! কিচ্ছু নেই। দিল্লি হ্যাঁ বললে ধিতাং-ধিতাং করে নৃত্য করে। আর দিল্লি না বললে মন খারাপ করে ঘরে বসে থাকে। দিল্লির দয়ায় রাজনীতি করে, বাংলাকে ভালোবাসে না।’

মুখ্যমন্ত্রী মমতা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ‘আধার কার্ড’বাতিল করে দেওয়া হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন। এজন্য তিনি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন, আমার কাছে অনেক খবর আছে। অনেকের আধার কার্ডের লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। বর্ধমানের জামালপুরে ৫০ জনের কাটা হয়েছে। বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর ২৪ পরগনাতেও কাটা হচ্ছে, দক্ষিণ ২৪ পরগনাতেও কাটা হচ্ছে, উত্তরবঙ্গেও কাটা হচ্ছে। প্রথমে বলবে ‘আধার’ কার্ড না হলে তুমি চোখে দেখবে  আঁধার! তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনও সুযোগ পাবে না।’

এরপরেই তিনি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন, ‘কোন অধিকারে তুমি  কাউকে না জানিয়ে তার আধার কার্ড কেটে নিচ্ছো, লজ্জা করে না! নির্বাচনের আগে তারা যাতে ব্যাঙ্কের মাধ্যমে টাকা না পায়, বিনামূল্যে রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত! কিন্তু আমি স্পষ্ট বলে যাচ্ছি, আধার কার্ডের জন্য আমাদের কোনও প্রকল্প বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা রাজ্য সরকার চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে, ওদের থোতা মুখ ভোঁতা করে দেবো।’

তিনি বলেন, আমি বাংলার মানুষকে বলতে চাই ভয় পাবেন না আমি আছি। বাংলায় একটা প্রকল্পকেও আমি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে দেবো না, যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে। আপনারা সাবধান থাকবেন, আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে। কা-কা করতে শুরু করেছে আবার। সবাই ভোটার তালিকায় নাম তুলবেন। কোনো সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে সেজন্য লক্ষ্য রাখতে হবে। যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা যেন অবিলম্বে আমাদের জানান। এজন্য তিনি মুখসচিবকে অনলাইন পোর্টাল চালু করার নির্দেশ দিয়েছেন। 

বিজেপিশাসিত বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড) চালু করার চেষ্টাকে সমালোচনা করে বলেন, ‘ইউনিফর্ম সিভিল কোড নিয়ে খেলা হচ্ছে।। তিনি বলেন হিন্দু, মুসলিম, আদিবাসী, তপসিলি, খ্রিস্টানদের বিয়ের নিজস্ব পদ্ধতি রয়েছে। সব কেড়ে নেবে? আপনি কী জামাকাপড় পরবেন তাও ঠিক করে দেবে?’ 

তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ‘এক দেশ, এক নির্বাচন’ করার নামে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালুর চেষ্টা করলে আমরা লড়ে নেবো, বুঝে নেবো এবং বুঝিয়ে দেবো আমরা খেলতেও জানি, লড়তেও জানি, আমরা আদায় করে নিতেও জানি। মমতা বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে ভিক্ষে চাইব না। মাথানত করব না। কিন্তু চ্যালেঞ্জ জানাবোই। আমাদের (ট্যাক্সের) টাকা তুমি তুলে নিয়ে যেতে পারবে না। রাজ্যের টাকা রাজ্য পাবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৮