কেন্দ্রীয় সরকার রোজ মিথ্য কথা বলে আর দাঙ্গা বাধায়: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i134970-কেন্দ্রীয়_সরকার_রোজ_মিথ্য_কথা_বলে_আর_দাঙ্গা_বাধায়_মমতা_বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে তারা রোজ মিথ্যে কথা বলে এবং দাঙ্গা বাধায় বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে কোনো টাকা পয়সা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১৮:২১ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে তারা রোজ মিথ্যে কথা বলে এবং দাঙ্গা বাধায় বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে কোনো টাকা পয়সা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন।

তিনি আজ (মঙ্গলবার) পুরুলিয়ার শিমুলিয়া ময়দানে সরকারি পরিসেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে হিন্দুত্ববাদী বিজেপি ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকার কোনো টাকাপয়সা আমাদের দিচ্ছে না। রাজ্যে ৪৫৫ টা অনুসন্ধানকারী টিম পাঠিয়েছে। আর রোজ মিথ্যে কথা বলে, রোজ দাঙ্গা বাধানোর চেষ্টা করে। মানুষে মানুষে দাঙ্গা বাধিয়ে দেয়। নিজেরা আগুন লাগিয়ে বলে, লাগালো কে জবাব দাও! নিজেরাই দাঙ্গা করছে। নিজেরাই আগুন জ্বালাচ্ছে। কোথাও গণ্ডগোল হয় না, কিন্তু বিজেপির পঞ্চায়েতগুলোতে  গণ্ডগোল হয়। কারণ তারা লুটেপুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠ্যাঙায়। এটা হচ্ছে ওদের কাজ।’

মমতা দলীয় জনপ্রতিনিধিদের সতর্ক করে দিয়ে বলেন, আমি প্রত্যেক জনপ্রতিনিধিকে বলব, একসঙ্গে মিলেমিশে কাজ করবেন। আমরা সাবাই ছোটো, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাদের জিতিয়েছেন তাই আপনারা এখানে আসতে পেরেছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কেউ তাকিয়েও দেখবে না। এই কথাটা বিশ্বাস করলে তবেই আমার সঙ্গে থাকবেন। আর বিশ্বাস না করলে বাড়ি যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন আমার কোনও আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস দল করে মানুষকে বঞ্চনা করা যাবে না বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।# 

পার্সটুডে/এমএএইচ/২৭  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।