লোকসভা ভোটের আগে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি বিজেপির
https://parstoday.ir/bn/news/india-i136638-লোকসভা_ভোটের_আগে_ভারতে_অভিন্ন_দেওয়ানি_বিধি_চালুর_প্রতিশ্রুতি_বিজেপির
বিজেপি ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার প্রকাশ করেছে। তাতে লোকসভা ভোটের আগে দেশে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালুর প্রতিশ্রুতি দিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ১৪, ২০২৪ ১৯:২৭ Asia/Dhaka
  • লোকসভা ভোটের আগে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি বিজেপির

বিজেপি ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার প্রকাশ করেছে। তাতে লোকসভা ভোটের আগে দেশে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালুর প্রতিশ্রুতি দিয়েছে।

ভারতে অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে সব ধর্মের মানুষ বিয়ে, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে এক এবং অভিন্ন আইনের আওতায় আসবেন। সেক্ষেত্রে বিভিন্ন ধর্মের যে পার্সোনাল ল রয়েছে  সেগুলি কার্যত গুরুত্বহীন হয়ে যাবে।

বিজেপি এই প্রথম অভিন্ন দেওয়ানি বিধির কথা বলছে না। ১৯৯৮ সালে বিজেপি প্রথম তাদের রাজনৈতিক ইশতেহারে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি দেয়। তবে জোট সরকারের বাধ্যবাধকতার জন্য আগের বিজেপি সরকার সবক্ষেত্রে আদর্শগত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তবে অনেকগুলিই পূরণ করে ফেলেছে একক সংখ্যাগরিষ্ঠ মোদী সরকার। এবারের ঘোষণা, ফের একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরলে সারা দেশেই এবার অভিন্ন দেওয়ানি বিধি চালু করবে পদ্মশিবির।

এরইমধ্যে প্রতিশ্রুতি মোতাবেক দেশের প্রথম রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করেছে বিজেপি শাসনাধীন উত্তরাখণ্ড।#

পার্সটুডে/জিএআর/১৪