গরমে সর্বকালীন রেকর্ড কলকাতায়, ভারতের ৪ রাজ্যে চূড়ান্ত সতর্কতা জারি
https://parstoday.ir/bn/news/india-i137146-গরমে_সর্বকালীন_রেকর্ড_কলকাতায়_ভারতের_৪_রাজ্যে_চূড়ান্ত_সতর্কতা_জারি
তীব্র তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে আগামী দুই/তিন চূড়ান্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তেলেঙ্গানা এবং সিকিমের কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ৩০, ২০২৪ ১৬:০৯ Asia/Dhaka
  • গরমে সর্বকালীন রেকর্ড কলকাতায়, ভারতের ৪ রাজ্যে চূড়ান্ত সতর্কতা জারি

তীব্র তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে আগামী দুই/তিন চূড়ান্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তেলেঙ্গানা এবং সিকিমের কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 

আবহাওয়া ভবন জানিয়েছে, পূর্ব ভারতে আগামী দুই/তিন দিন তাপপ্রবাহের দাপট চলবে আবার দক্ষিণ ভারতে এই পরিস্থিতি জারি থাকবে আগামী পাঁচ দিন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডের কিছু অংশে ১ মে (বুধবার) পর্যন্ত, আবার কোথাও কোথাও ২ মে পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। অন্যদিকে, রায়লসীমা, অভ্যন্তরীণ কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে ৩ মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে।

এদিকে, আজ (মঙ্গলবার) দুপুরে শহরের তাপমাত্রা পৌঁছে যায় ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল দুপুরে শহরের তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই তাপমাত্রা ২ ডিগ্রি বেড়েছে। সেইসাথে ভেঙেছে গত সাত দশকের রেকর্ড।

আবহাওয়ার ইতিহাস বলছে, উনিশ শতকের গোড়াতেও রেকর্ড ভাঙা গরম পড়েছিল বঙ্গে। ১৯০২-র ২ এপ্রিল কলকাতার পারদ ছুঁয়েছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এর পর ১৯৫৪-র এপ্রিলে একইরকম দাবদাহের শিকার হয়েছিল কলকাতা। সেবারও রেকর্ড গড়ে তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪৩.৩ ডিগ্রি। এবার এপ্রিলের শেষে তাপমাত্রা দাঁড়াল ৪৩ ডিগ্রি-তে। পারদ ৪৩ ডিগ্রি হলেও গরম অনুভূত হচ্ছে ৪৬ ডিগ্রির মতো।

আবহাওয়া দপ্তরের আঞ্চলিক কর্মকর্তা সোমনাথ দত্ত বলেছেন, ‘‘প্রচণ্ড উষ্ণ পশ্চিমি হাওয়া অবাধে দাপট দেখাচ্ছে বাংলায়। প্রতিদিন সন্ধ্যার পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে। কিন্তু তা বেশ দুর্বল। তবে এই সপ্তাহে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে। তার ফলে সপ্তাহান্তে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।’’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের রবিবার বজ্রবিদ‌্যুৎসহ বৃষ্টির হতে পারে। আগামী সোমবার ও মঙ্গলবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তবে শহরবাসী স্বস্তি পাবে কী না এ ব‌্যপারে স্পষ্ট করেনি আবহাওয়া অফিস।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।