উত্তরপ্রদেশের রায়বেরিলিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ৩০
https://parstoday.ir/bn/news/india-i64925-উত্তরপ্রদেশের_রায়বেরিলিতে_ট্রেন_দুর্ঘটনায়_নিহত_৭_আহত_৩০
ভারতের উত্তরপ্রদেশের রায়বেরিলিতে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৩০ যাত্রী আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া আহত যাত্রীদের মধ্যে কমপক্ষে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ (বুধবার) ভোরে পশ্চিমবঙ্গের মালদহ টাউন স্টেশন থেকে থেকে নয়াদিল্লিগামী নিউ ফারাক্কা এক্সপ্রেসের ছ'টি বগি লাইনচ্যুত হলে ওই দুর্ঘটনা ঘটে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ১০, ২০১৮ ১৫:৫৩ Asia/Dhaka
  • উত্তরপ্রদেশের রায়বেরিলিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ৩০

ভারতের উত্তরপ্রদেশের রায়বেরিলিতে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৩০ যাত্রী আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া আহত যাত্রীদের মধ্যে কমপক্ষে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ (বুধবার) ভোরে পশ্চিমবঙ্গের মালদহ টাউন স্টেশন থেকে থেকে নয়াদিল্লিগামী নিউ ফারাক্কা এক্সপ্রেসের ছ'টি বগি লাইনচ্যুত হলে ওই দুর্ঘটনা ঘটে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ এবং কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী ওই ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২ লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করা হয়েছে। আজ রাজ্য সরকারের পাশপাশি কেন্দ্রীয় রেল মন্ত্রণালয় নিহতদের পরিবারকে ৫ লাখ ও গুরুতর আহতদের পরিবারকে ১ লাখ এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে দেয়ার কথা ঘোষণা করেছে।

মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ দুর্ঘটনার বিষয়ে রাজ্য পুলিশের ডিজিপি’র সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। লক্ষনৌ ও বারাণসী থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল ওই দুর্ঘটনার বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার নেপথ্যে কোনো নাশকতা আছে কি না তা খতিয়ে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখার সদস্যরা ঘটনাস্থলে গেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন